Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১২:৩৪, ৫ নভেম্বর ২০২৩
আপডেট: ২০:৪৯, ৫ নভেম্বর ২০২৩

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা লাইভ | Ind বনাম SA লাইভ

শুরু হয়েছে মাঠ কাঁপানো সেই ভারত বনাম দক্ষিণ আফ্রিকা খেলা। এই খেলাতে থাকছে দক্ষিণ আফ্রিকা বনাম ভারত লাইভ সম্প্রচার। যারা আজকের ‌Ind Vs SA Live মিস করতে চাচ্ছেন না তারা অবশ্যই আমাদের আর্টিকেল থেকে এ খেলা সরাসরি সম্প্রচার দেখবেন।

ভারতের খেলোয়াড়দের তালিকা সাউথ আফ্রিকার বিপক্ষে

আজকে আপনারা যে খেলা সরাসরি দেখবেন সেটি হচ্ছে এ দুটি দেশের মধ্যকার খেলা। ভারতে রয়েছে হার্ট হিটার ব্যাটসম্যান রোহিত শর্মা সহ আরো দক্ষ সকল ব্যাটসম্যান এবং অন্য দিকে রয়েছে শক্তিশালী সকল বোলাররা। তাদের খেলার তালিকা দেখিনি এখন আমরা।

  • জাসপ্রিত বুমরাহ
  • বিরাট কোহলি,
  • শুবমান গিল,
  • রোহিত শর্মা
  • অক্ষর প্যাটেল,
  • মোহাম্মদ সিরাজ,
  • রবীন্দ্র জাদেজা,
  • কুলদীপ যাদব,
  • শার্দুল ঠাকুর,
  • লোকেশ রাহুল,
  • হার্দিক পান্ডিয়া
  • মোহাম্মদ শামি,
  • শ্রেয়াস আইয়ার,
  • ইশান কিশান,
  • সূর্যকুমার যাদব,

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা লাইভ খেলা

আপনি যদি দক্ষিণ আফ্রিকা বন াম ভারত সরাসরি লাইভ খেলা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এখান থেকে দেখে নিবেন। কারণ প্রতি মুহূর্তে আমরা এই খেলার আপডেট দিয়ে থাকি টিভি চ্যানেলের মত প্রত্যেক বলে বলে। আপনার হাতে যদি একটি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে সেখান থেকে আপনি আমাদের খেলা সরাসরি দেখতে পারতেছেন। আর এই খেলা উপভোগ করতে পারবেন আরো কিছু মাধ্যমে যা সম্পর্কে আমরা ইতিমধ্যে আলোচনা করেছে পূর্বের আর্টিকেলে। সে আর্টিকেলটি পড়তে আমাদের খেলার খবর পূরণ অথবা আমাদের নিচের দেওয়া লিংকে প্রবেশ করুন। প্রতিনিয়ত আমরা খেলার সকল আপডেটগুলো আপনার সামনে হাজির হয়ে যাতে করে আপনারা কোন খেলা মিস না করেন এবং খেলার বিশ্লেষণ সম্পর্কে পরিপূর্ণ সকল ধারণা পেয়ে যান।

India 326/5 (50)

SA 74/7 (24.1)

দক্ষিণ আফ্রিকা ভারত লাইভ স্কোর | Ind Vs SA Live score

আপনি যদি এই দুই দেশের মধ্যে খেলার পরিসংখ্যান জানতে চান তাহলে বলব বিগত পূর্বে যতগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সমান সমান ভাবে তাদের স্কোর রয়েছে। তবে বেশি সংখ্যক জয় লাভ করেছে ভারত। তবে তেমন কোনো বিশাল ব্যবধান হারে নেই এই দুটি দেশ। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা লাইভ খেলা গুলোতে মাত্র কয়েক রানের ব্যবধানে হেরে যায়। মোটকথা হাড্ডাহাড্ডি খেলা গুলো অনুষ্ঠিত হয়েছে। আজকের এই ম্যাচ দেখার জন্য অনেকেই অপেক্ষা করে রয়েছে দীর্ঘ সময় ধরে। তাতে করে আজকের এই খেলা দুর্দান্তভাবে তারা উপভোগ করার সুযোগ পায়।

ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা খেলা দেখার নিয়ম | Ind বনাম SA লাইভ

আপনি যদি ভারতে অবস্থান করেন তাহলে এই খেলা সরাসরি দেখতে পারবেন স্টার স্পোর্টসের মাধ্যমে। আর যদি বাংলাদেশ থেকে খেলা দেখেন তাহলে আপনারা গাজী টিভির মাধ্যমে খেলা উপভোগ করবেন। সরাসরি সম্প্রচার করা হয়ে থাকে আরও বেশ কয়েকটি টিভি চ্যানেল। এছাড়াও আপনারা যদি অন্যান্য মাধ্যমে খেলা দেখতে চান তাহলে হটস্টার অথবা ভিডিও ভাবে এই খেলা দেখতে পারবেন। এখানে সম্পূর্ণ ফ্রিতে খেলা গুলো লাইভ দেখানো হয়ে থাকে। কোন প্রকার হিডেন চার্জ নেই এখানে।

সাউথ আফ্রিকা ক্রিকেট স্কোয়াড ২০২৩

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা লাইভ খেলাতে অংশগ্রহণ করছে দক্ষিণ আফ্রিকার সকল শক্তিশালী খেলোয়াড়রা। যেমন এখানে রয়েছে ডি কুক এর মত সকল খেলোয়াড়েরা। সাউথ আফ্রিকার খেলোয়াড়দের পারফরম্যান্স দেখে হতব াক সারা বিশ্ব। তাদের প্রায় ম্যাচের রান ৩৫০ এর উপরে এমনকি ৪০০ রান ছড়িয়ে গিয়েছিল। সাউথ আফ্রিকা ক্রিকেট স্কোয়াড সম্পর্কে।

  • ডেভিড মিলার,
  • লিজাড উইলিয়ামস,
  • টেম্বা বাভুমা
  • জেরাল্ড কোয়েটজি,
  • কেশব মহারাজ,
  • লুঙ্গি এনগিদি,
  • কুইন্টন ডি কক
  • আন্দিল ফেলুকওয়ায়ো
  • মার্কো ইয়ানসেন,
  • রাসি ফন ডার ডুসেন
  • কাগিসো রাবাদা,
  • এইডেন মার্করাম,
  • হেইনরিখ ক্লাসেন,
  • রেজা হেনড্রিকস, ,
  • তাবরাইজ শামসি,

এই আর্টিকেলের মাধ্যমে আপনারা পরিপূর্ণভাবে জানলেন ভারত বনাম দক্ষিণ আফ্রিকা লাইভ স্কোর সরাসরি সম্পর্কে। আরো অন্যান্য দেশের খেলা সম্পর্কে জানতে অবশ্যই আমাদের ওয়েবসাইটের সঙ্গে থাকুন।

শুরুতেই দুর্দান্ত ব্যাটিং শুরু করেছিল এই শক্তিশালী দল। কিন্তু রোহিত শর্মা নিজেদেরকে সুবিধার মতো করতে পারেনি। কেউ হাল না ধরতে পারলেও ধরেছে বিরাট কোহলি। ২৫০ রান করেছে ৪১ ওভারে এবং পরবর্তী সকল আপডেট পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়