স্পোর্টস ডেস্ক
সেঞ্চুরি করে জন্মদিন রাঙালেন বিরাট কোহলি
দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সেঞ্চুরি হাঁকালেন বিরাট কোহলি। ছবি- ক্রিকইনফো
বিরাট কোহলি মানেই যেন রান মেশিন। যদিও ৩৬ বছরে পা দিয়েছেন এই ভারতীয় ক্রিকেট তারকা। তাতে কী, ব্যাট হাতে মাঠে আঠারো পেরুনো কিশোরকেও যেন ছাড়িয়ে যাচ্ছেন দিনকে দিন। আজ একে তো ছিল জন্মদিন, তাঁর উপর ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা। সেই ম্যাচেি সেঞ্চুরি হাঁকিয়ে নিজের জন্মদিনটা যেন বিরাট কোহলি রাঙিয়ে নিলেন নিজ হাতে।
ইনিংসের ৪৮ দশমিক ৩ ওভারে প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার বলে সিঙ্গেল নিয়ে পৌঁছে যান রেকর্ডবুকে।
সেঞ্চুরির পাশাপাশি এদিন একটি রেকর্ডে ‘গ্রেট’ শচীন টেন্ডুলকারের পাশে বসেছেন কোহলি। এতোদিন ওডিআইতে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ছিলেন শচীন। তার সেঞ্চুরি সংখ্যা ৪৯টি। প্রোটিয়াদের বিপক্ষে সেঞ্চুরি দিয়ে শচীনের ৪৯টি সেঞ্চুরি ছুঁয়েছেন কোহলি। আর একটি সেঞ্চুরি পেলে ছাড়িয়ে যাবেন শচীনকে। পাশাপাশি প্রথম ব্যাটার হিসেবে ওডিআইতে সেঞ্চুরির ‘হাফসেঞ্চুরি’র রেকর্ড গড়বেন তিনি।
কলকাতায় রোববার টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটিংয়ে নেমে আগ্রাসী শুরু করেন ওপেনার রোহিত শর্মা। মাত্র ৪ দশমিক ৩ ওভারেই দলীয় অর্ধশতক পূর্ণ করে ভারত। রোহিত শর্মা যখন বিদায় নেন তখন ভারতের ইনিংস ৫ দশমিক ৫ বলের। রান ৬২! এর পরই ক্রিজে আসেন ‘বার্থ ডে বয়’কোহলি।
তবে ব্যাটিংয়ে নেমে দেখেশুনেই খেলেন কোহলি। শুরুর ঝড় থামিয়ে ম্যাচে ফেরে প্রোটিয়ারা। ধীরগতিতে ব্যাটিং করে তুলে নেন অর্ধশতক। আর সেঞ্চুরি তুলে নিতে খেলেন ১১৯ বল। মারেন ১০টি চার।
আই নিউজ/এইচএ
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা