Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৮, ৬ নভেম্বর ২০২৩

টস জিতে ব ল হাতে দারুণ শুরু বাংলাদেশের 

উইকেট শিকার করে বাংলাদেশি পেসার শরিফুলের উচ্ছাস। ছবি- ক্রিকইনফো

উইকেট শিকার করে বাংলাদেশি পেসার শরিফুলের উচ্ছাস। ছবি- ক্রিকইনফো

বাংলাদেশ বনাম শ্রীলংকা খেলা শুরু হয়েছে আজ দুপুর আড়াইটায়। আইসিসি ক্রিকেট বিশ্বকাপের এবারের আসরে চূড়ান্ত ব্যর্থ দুই দল শ্রীলংকা এবং বাংলাদেশ। অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে বল হাতে নামা বাংলাদেশ শুরু করেছে লংকান শিবিরে আঘান হেনে। জয়ের ছন্দে ফেরতে মরীয়া থাকা দুই দলের আজকের খেলায় শুরুতেই দলকে ব্রেক থ্রো এনে দেন পেসার শরিফুল ইসলাম। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ২.৩ ওভারে এক উইকেটে ১৪ রান।

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। শ্রীলংকার হয়ে ইনিংস উদ্বোধনে নামেন পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরা।

প্রথম ওভারেই টাইগারদের আনন্দে ভাসান শরিফুল ইসলাম। ওভারের শেষ বলে মুশফিকুর রহিমের তালুবন্দী হন পেরেরা। মাত্র ৪ রান করেন তিনি।

আজকের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান। তার জায়গায় খেলছেন তানজিম হাসান সাকিব। আসরে আজই প্রথম খেলবেন এ পেসার।

বিশ্বকাপে কখনোই শ্রীলংকার বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ। চারটি ম্যাচের মধ্যে তিনটিতে হেরেছে টাইগাররা। গত বিশ্বকাপে মাঠে নামার আগে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিলো।

সব মিলিয়ে এখন পর্যন্ত ৫৩ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলংকা। এর মধ্যে শ্রীলংকা ৪২টি এবং বাংলাদেশ ৯টি ম্যাচে জিতেছে।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়