Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৬, ৬ নভেম্বর ২০২৩

বাংলাদেশকে ২৮০ রানের লক্ষ্য দিল শ্রীলংকা 

টাইমড আউট ঘোষণার পর বাংলাদেশ দলের সঙ্গে কথা বলছেন ম্যাথিউস। ছবি- ক্রিকইনফো

টাইমড আউট ঘোষণার পর বাংলাদেশ দলের সঙ্গে কথা বলছেন ম্যাথিউস। ছবি- ক্রিকইনফো

বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপে আজ খেলতে নেমেছে শ্রীলংকা। খেলার শুরুতেই টস হেরে ব্যাট করতে নামা শ্রীলংকা নিয়মিত বিরতিতে উইকেট হারালেও পাশাপাশি রান তুলে নিয়েছেন দারুণভাবে। ফলে ৪৯ তম ওভারে এসে অলআউট হয়ে গেলেও ২৭৯ রানের বড় সংগ্রহ পেয়েছে দলটি। বাংলাদেশকে এখন জিততে হলে ৫০ ওভারে করতে হবে ২৮০ রান। বাংলাদেশের বর্তমান কন্ডিশন বিবেচনায় নিলে লংকানদের জন্য এটি বেশ লড়াকুজনক একটি স্কোর। 

সোমবার (৬ নভেম্বর) দুপুর আড়াইটায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হয় বাংলাদেশ বনাম শ্রীলংকার খেলা। খেলায় টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার্স অধিনায়ক সাকিব আল হাসান। বল হাতে দারুণ শুরু করে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট নিলেও লংকানদের রানের গতি আটকাতে পারছিলেন না বোলাররা। তাছাড়া, চেরিত আসালাংকার ঝটিকা সেঞ্চুরির বদলে শ্রীলংকার রান বড় হতে সহজ হয়েছে। 

আসালাংকা ছাড়াও বাংলাদেশের বিপক্ষে আজ শ্রীলংকার হয়ে রান পেয়েছেন লংকান ব্যাটার পাথুম নিশাঙ্কা, সাদিরা এবং ধনঞ্জয় সিলভাও। এই তিন ব্যাটারের প্রত্যেকের ব্যাট থেকে চল্লিশোর্ধ রান পেয়েছে শ্রীলংকা। যাতে করে ২৭৯ রান সংগ্রহের রাস্তাটা সহজ হয়েছে লংকানদের জন্য। তবে, বাংলাদেশি পেসাররা নিয়মিত উইকেট শিকার করায় রানের বেগ কিছুটা কমেছে। 

এদিকে আজকের ম্যাচে এঞ্জেলা ম্যাথিউসের আউটটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এক বল না খেলেও আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে ম্যাথিউসকে। স্কোরবোর্ডে তাঁকে টাইমড আউট দেখানো হয়েছে। ক্রিকেটীয় নিয়ম অনুযায়ী একজন ব্যাটার আউট হবার পর পরবর্তী ব্যাটার নির্ধারিত সময়ের ভিতরে ক্রিজে ব্যাট করতে প্রস্তুত না হতে পারলে তাঁকে টাইমড আউট হিসেবে গণ্য করা হয়।

যদিও এমন আইনসিদ্ধ আউটের পর মেনে নিতে পারেন নি এঞ্জেলা ম্যাথিউস। আম্পায়ারের নির্দেশনায় মাঠ ছাড়ার পর মাঠের বাইরে গিয়ে হাত থেকে ছুঁড়ে ফেলেছেন মাথার সেইফটি হেলমেট। পরবর্তী লংকান দলের ম্যানেজম্যান্টকেও তৃতীয় আম্পায়ারের সাথে বিষয়টি নিয়ে আলাপ করতে দেখা গেছে। 

ঘটনাবহুল আজকের গুরুত্বপূর্ণ এই ম্যাচটি বাংলাদেশ এবং শ্রীলংকা দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে লড়াকু সংগ্রহ করেছে শ্রীলংকা। বাংলাদেশকে এখন লংকানদের দেওয়া ২৭৯ রানের পাহাড় ডিঙিয়ে নিজেদের বিশ্বকাপ যাত্রার শেষ যাত্রায় জয়টি তোলে নিতে হবে। তা নাহলে, শেষ সময়ের হারের অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরতে হবে সাকিব, লিটন, শান্তদের। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়