Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ২১:১৭, ৬ নভেম্বর ২০২৩

ভ দিয়ে নামের তালিকা অর্থসহ

যারা ভ দিয়ে নামের তালিকা অর্থসহ করছেন তাদের জন্য আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই অক্ষরের নাম অনেকে খুঁজে থাকেন বিভিন্ন কারণে। তবে আপনারা যে কারণেই খুঁজেন না কেন আপনারা এই আর্টিকেলে পেয়ে যাবেন সকল ক্যাটাগরির নাম যেগুলো এই অক্ষর দিয়ে শুরু হয়েছে।

আমরা পূর্বেই বলেছি মানুষের জীবনে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে নাম। একজন মানুষের পরিচয় ফুটে ওঠে এবং তার পরিচিতি লাভ করে। পৃথিবীতে সকল মানুষের নাম রয়েছে সেটা হোক যে কোনো ভাষায় বা যেকোনো ধর্ম অনুসারে। একটা শিশু যখন জন্মগ্রহণ করে তার প্রথম কাজ হচ্ছে তারপর আমার নাম রাখা। বিভিন্ন অক্ষর দিয়ে অনেকে নাম রাখতে চাই আবার অনেকে ভ দিয়ে নাম রাখতে বেশি পছন্দ করে থাকে। তাদের জন্য আর্টিকেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা হিন্দু ছেলে মেয়ে এবং মুসলিম ছেলে মেয়েদের উভয়দের নাম অর্থসহ আপনাদের সামনে একসাথে প্রকাশিত করছি। আপনারা একের ভিতর সব পাচ্ছেন।

ছেলেদের ভ দিয়ে শুরু নামের তালিকা অর্থসহ

আমাদের দেশে অনেক ছেলেদের নাম এই অক্ষর দিয়ে শুরু হয়ে থাকে সেটি হতে পারে ইসলামিক নাম অথবা হিন্দুদের ছেলে মেয়েদের নাম। আজকের এই আর্টিকেলে আপনারা এখন ছেলেদের নামের তালিকা অর্থসহ দেখতে পারবেন।

  • বীরেন    শক্তির রাজা, শক্তিশালী
  • বরদ    আগুনের দেবতা, তেজস্বী
  • বিজয়মীত    সর্বদা জয়ি হয় যে, যে জয়ী হয়
  • বাহাদুরজিৎ    সাহসের জয়
  • বরুণদীপ    ঈশ্বরের জ্যোতি, ইতিবাচক প্রকাশ
  • বচনবীর    সাহসীর প্রতিজ্ঞা
  • বসন্তবীর    বাহাদুর, শক্তিতে ভরপুর
  • বীরেন্দ্র    ঐশ্বরিক শক্তি, ভগবানের প্রকৃতি, শক্তিতে পরিপূর্ণ
  • বীরপল    শক্তিশালী, সাহসের রক্ষক
  • বরসীরত    ঈশ্বরের খুব সুন্দর উপহার, পবিত্র
  • বিক্রম    বীরত্ব, পরাক্রম
  • বিবিন    জীবন্ত বা প্রাণবন্ত, স্বতন্ত্র
  • বজ্রজিৎ    শক্তিশালী
  • বিজয়ন্ত    বীর পুরুষ, বিজেতা বা বিজয়ী
  • বিনয়বীর    উদার, বলশালী
  • বারিন্দর    সমুদ্রের দেবতা, সুবিশাল
  • বিক্রমজোত    বীরত্বের প্রকাশ, তেজ, শক্তি
  • বিচার    চিন্তা, বহুলাংশে বিবেচনা করে যে
     

মেয়েদের ভ দিয়ে নামের তালিকা অর্থসহ

  • ভরণী    একটি নক্ষত্র বিশেষ
  • বিভাবরী    রজনী, তারকাময় রাত্রি
  • বীথিকা    উভয়পার্শ্বে বৃক্ষসারি যুক্ত পথ বিশেষ
  • বৈদর্ভী    বিশ্বনাথ কবিরাজের স্বীকৃত চারটি রীতির একটি হল বৈদর্ভী
  • বীর্যশালিনী    পরাক্রমশালী, প্রভাবশালী
  • বেণী    নারীর সুন্দর কেশবিন্যাস
  • বেদিকা    পূজা যাগযজ্ঞ করবার জন্য প্রস্তুত পরিষ্কার উচ্চভূমি বা ভিত্ত
  • ভক্তি    শ্রদ্ধা, ঈশ্বর বা পূজনীয় ব্যক্তির প্রতি অনুরাগ
  • ভরসা    আস্থা, আশা
  • বাসন্তী    দুর্গার আরেক নাম, একটি রঙ বিশেষ, বসন্তকালীন
  • ভাব্যা    দেবী দুর্গার অষ্টত্তর শত নামের একটি নাম
  • ভৈরবী    ক্লাসিকাল সঙ্গীতের একটি সুর, দেবী দুর্গা, দেবী কালির একটি রূপ
  • বিধি    দৈব, ভাগ্য, উপায়
  • বর্ষা    বাংলা বর্ষপঞ্জী অনুযায়ী গ্রীষ্মের পরবর্তী ঋতু, বাদল ধারা
  • বর্ষীষ্ঠা    সবথেকে বড়, প্রাচীনা
  • ভাগ্যলক্ষ্মী    ধনের দেবী

আপনি যদি এই অক্ষর দিয়ে মেয়েদের নাম খুজে থাকেন সেক্ষেত্রে আপনি এ তালিকাটিও দেখতে পারেন। কারণ ছেলে মেয়েদের উভয়ের নামের ক্ষেত্রে ভ দিয়ে শুরু হয়ে থাকে। অনেকে মনে করেন এই অক্ষর দিয়ে অনেকের নাম আনে কিন্তু আসলে অনেক নাম হয়ে থাকে এই অক্ষরের মেয়েদের ক্ষেত্রে।

আশা করি আপনারা এই আর্টিকেলের মাধ্যমে ভ দিয়ে নামের তালিকা অর্থসহ সকল গুলো খুঁজে পেলেন। ওয়েবসাইটে ইতিমধ্যে বিভিন্ন অক্ষর দিয়ে শুরু নামের তালিকা অর্থসহ প্রকাশিত করা হয়েছে। এরকম আরো অন্যান্য অক্ষর দিয়ে নাম শুরু এমন তারিখ গুলো পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটের সঙ্গে থাকুন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়