Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ২ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১৩:৪২, ৭ নভেম্বর ২০২৩
আপডেট: ০৪:৫০, ৮ নভেম্বর ২০২৩

অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg

শক্তিশালী দল অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ, Aus Banam Afg লড়াই করবে আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপের আজকের এই ম্যাচে। আজকে ৩৯ তম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর। আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা উপভোগ করার জন্য অবশ্যই এখান থেকে দেখবেন।

কারণ এখান থেকে সম্প্রচার করা হচ্ছে এই ‌Australia Vs Afghanistan অথবা ‌Afg বনাম Aus খেলাটি। যতবার এই দুটি দেশের খেলা অনুষ্ঠিত হয়েছে প্রত্যেকবার দর্শকরা দারুন খেলা উপভোগ করেছে। ক্রিকেট প্রাঙ্গণের এই খেলা সব সময় সুন্দর এবং সাবলীল হয়ে থাকে বরাবর। কিন্তু দেশের বিশ্বকাপের পয়েন্ট টেবিলের থেকে রয়েছে ব্যাপক ভিন্নতা। যেমন অস্ট্রেলিয়া রয়েছে তিন নম্বর পজিশনে আবার আফগানিস্তান রয়েছে ৬ নম্বর পজিশনে। যদিও পজিশন অনেক দূরে কিন্তু জয় এবং হারের পরিমাণটা খুব কম। কোন সময় হারিয়ে দিতে পারে এই আফগানিস্তান অনেক শক্তিশালী দলকে। আজকের খেলা উপভোগ করার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।

অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg

আপনারা এ দুটি দেশের খেলা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এখান থেকে লাইভ খেলা দেখবেন। ক্রিকেট প্রাঙ্গণে ইতিহাস করেছে অস্ট্রেলিয়া কিন্তু অন্যদিকে আফগানিস্তান ও ইতিহাস করতে যাচ্ছে এবারের ক্রিকেট বিশ্বকাপে। তবে যাই হোক আজকের খেলা দুর্দান্ত হবে এমনটাই আশা করছে সকল ক্রিকেটাররা সহ আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপের ফ্যানরা। এদিকে ভারত যে পারফরম্যান্স দেখাচ্ছে তা ইতিহাসের সর্বকালের সেরা। কারণ তারা এ পর্যন্ত রয়েছে অপরাজিতা দল হিসেবে। অনেকে বলছে এবারে ক্রিকেট বিশ্বকাপ হয়তোবা তাদের ঘরে তারাই জয় করে নেবে। পর্যন্ত কি হবে সেটাই দেখার অপেক্ষায় রয়েছে সবাই।

AFG 291/5 (50) 

Aus 293/7 (46.5) Win

অস্ট্রেলিয়া ক্রিকেট স্কোয়াড 2023

প্রথম দিকে অস্ট্রেলিয়া বেশ ভেঙ্গে পড়লেও আবার নিজেদেরকে গুছিয়ে নিয়েছে ইতিমধ্যে। এর মধ্যে তারা সাতটি ম্যাচ খেলেছে দুটিতে হেরে গিয়েছিল বাকি পাঁচটাতেই জয়লাভ করেছে। এগুলো সম্ভব হয়েছে তাদের দলের খেলোয়াড়দের পারফরমেন্স এবং টিমের অনুপ্রেরণা। অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ খেলাতে অবশ্যই আপনাকে এদের তালিকা দেখতে হবে। আসুন আজকে দেখি অস্ট্রেলিয়ার পক্ষ থেকে কোন কোন খেলোয়ারদের পারফরম্যান্স করছে।

  • মিচেল মার্শ,
  • স্টিভেন স্মিথ,
  • জশ হ্যাজেলউড,
  • ক্যামেরন গ্রিন,
  • প্যাট কামিন্স 
  • অ্যাডাম জ্যাম্পা,
  • মার্কাস স্টয়নিস,
  • মিচেল স্টার্ক
  • ট্রাভিস হেড,
  • গ্লেন ম্যাক্সওয়েল
  • ডেভিড ওয়ার্নার,,
  • শন অ্যাবট
  • অ্যাশটন অ্যাগার,
  • অ্যালেক্স ক্যারি,
  • জন ইংলিস,
     

আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া লাইভ পারফরম্যান্স | Australia Vs Afghanistan Live

এখানে বিশ্লেষণ করবো আজকে চলমান সকল খেলার লাইভ পারফরম্যান্স সম্পর্কে। কোন দল টসে জয়লাভ করে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে আবার কোন দল ব্যাটিং এবং বোলিং করছে সে বিষয়টি। আপনারা জানতে পারবেন কোন খেলোয়ার সেঞ্চুরি করছে অথবা কেউ খেলোয়াড় হাফ সেঞ্চুরি করছে সে বিষয়ে সম্পর্কে। জানতে পারবেন ব্যাটিং কোয়ালিটি এবং বোর্ডিং কোয়ালিটি সম্পর্কে যাবতীয় সকল বিশ্লেষণ। বিশ্লেষক দারা এ তথ্যগুলো আপনাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা প্রতিটা মুহূর্ত বুঝতে পারেন এবং শিখতে পারেন। তবে যাই হোক অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ খেলা সম্পর্কে জানার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।

আফগানিস্তান খেলোয়াড়দের তালিকা

  • নাজিবুল্লাহ জাদরান,
  • হাশমতুল্লাহ শহিদি
  • নাভিন উল হক
  • ফজলহক ফারুকি,
  • আজমতুল্লাহ ওমরজাই,
  • রশিদ খান,
  • নুর আহমেদ,
  • মুজিব উর রহমান,
  • রহমানুল্লাহ গুরবাজ,
  • ইকরাম আলিখিল,
  • মোহাম্মদ নবি,
  • আব্দুল রহমান
  • ইব্রাহিম জাদরান,
  • রিয়াজ হাসান,
  • রহমত শাহ,
     

আশা করি এই আর্টিকেলের মাধ্যমে আপনারা অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ খেলা সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেলেন। এরকম আরো অন্যান্য লাইভ খেলা সম্পর্কে জানতে আমাদের খেলার খবর ক্যাটাগরি দেখুন।

বাংলাদেশ বনাম শ্রীলংকা স্কোর লাইভ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়