Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১২:২৮, ৮ নভেম্বর ২০২৩
আপডেট: ২০:৫০, ৮ নভেম্বর ২০২৩

ইংল্যান্ড বনাম নেদারল্যান্ড লাইভ স্কোর | Eng বনাম Ned Live

বিশ্বকাপ ইংল্যান্ড বনাম নেদারল্যান্ড লাইভ স্কোর দেখতে চাচ্ছেন আপনি? কোন উপায়ে নেদারল্যান্ড বনাম ইংল্যান্ড লাইভ দেখতে পারছেন না। তাহলে আমাদের এখান থেকে আপনারা England Vs Netherlands Live Score দেখে নিন।

ইংল্যান্ড ক্রিকেট স্কোয়াড ২০২৩

ক্রিকেট বিশ্বকাপে নিজেদেরকে তেমনভাবে গুছিয়ে নিতে পারেনি এই ক্রিকেট স্কোয়াডরা। অনেক ছোট দলকে হারাতে পারেনি তারা যার কারণে অনেকে বলতেছে এবারের ক্রিকেট বিশ্বকাপ থেকে যেকোনো সময় ছিটকে পড়ে যেতে পারে এই ইংরেজ ক্রিকেটাররা তবে যারা টিমে রয়েছে তারা সবাই দুর্দান্ত খেলোয়াড় কিন্তু ভাগ্যের কাছে হেরে যাচ্ছে এবারে তারা। আসুন আজকে আমরা এই ক্রিকেট খেলোয়ারদের তালিকা গুলো দেখে নেই।

ইংল্যান্ড বনাম নেদারল্যান্ড লাইভ স্কোর 

আপনারা উপরের স্কোর বোর্ড থেকে অবশ্যই আজকের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপের নেদারল্যান্ড বনাম ইংল্যান্ড খেলাটি দেখে নিবেন। শুরু থেকেই আজকের এই ক্রিকেট বিশ্বকাপ খেলাটি জমে উঠেছে। শুরু থেকেই বিভিন্ন খেলা জমে উঠলেও আজকের এই খেলাটি আরো দুর্দান্তভাবে উপভোগ করতেছে সবাই। এবারের ক্রিকেট বিশ্বকাপের অন্যতম এই ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। অর্থাৎ আমরণ খেলা খেলবে ইংল্যান্ড আবার অন্যদিকে খেয়াল পেল নেদারল্যান্ড। দুই দেশের ক্রিকেট স্কোর প্রায় সমান সমান রয়েছে যার কারণে যে আজকের ম্যাচে জয়লাভ করতে পারবে সে অনেকটা এগিয়ে যাবে পয়েন্ট টেবিলের দিকে।

নেদারল্যান্ড বনাম ইংল্যান্ড লাইভ খেলা | Eng বনাম Ned Live

ইংল্যান্ডের খেলা দেখেন সে ক্ষেত্রে দুই দেশের পরিসংখ্যান দেখতে হবে। এ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ জয় লাভ করে নিয়েছে ইংল্যান্ড কিন্তু অন্য দিকে এ পর্যন্ত জয়লাভ করতে পারেনি ক্রিকেট বিশ্বকাপ ট্রফি নেদারল্যান্ড। কিন্তু ২০২৩ সালে ইংল্যান্ডের তুলনায় ভালোই পারফরম্যান্স করে আসছে এই কমলা বাহিনীরা। ইতিমধ্যে বেশ শক্তিশালী দলকে নাকানি চুবানি খেয়ে নিয়েছে তারা। আজকের ইংল্যান্ড বনাম নেদারল্যান্ড লাইভ খেলাতে কিভাবে সেটি দেখার জন্য রয়েছে সবাই। ইংল্যান্ডকে হারাতে পারে তাহলে অনেকটা এগিয়ে যেতে পারবে এই বিশ্ব ক্রিকেট প্রাঙ্গনে।

Ned 108/5 (25)

Eng 339/9(50)

নেদারল্যান্ড ক্রিকেট স্কোয়াড ২০২৩

অনন্যা দেশের মত এবার নেদারল্যান্ড ক্রিকেট স্কোয়াডরা অনেকটা শক্তিশালী হয়ে পারফরম্যান্স করছে। যার কারণে তারা অনেক শক্তিশালী দলকে হারাতে পেরেছে এবং আজকে ইংল্যান্ডের মোকাবেলা করবে। আসুন তাদের ক্রিকেট স্কোয়াড সম্পর্কে দেখে নেই।

  • সাকিব জুলফিকার, 
  • তেজা নিদামানারু, 
  • কলিন আকারম্যান, 
  • শাহরিজ আহমেদ, 
  • রোল্ফ ফন ডার মারউই, 
  • ম্যাক্স ও'ডাউড, 
  • বাস ডি লিড, 
  • বিক্রম সিং, 
  • স্কট এডওয়ার্ড 
  • ওয়েসলি বারারসি, 
  • পল ভ্যান মিক্রিন, 
  • রায়ান ক্লেইন, 
  • আরিয়ান দত্ত, 
  • সায়ব্র্যান্ড এঙ্গেলব্রেট।
  • লোগান ফন ভিক, 

ইংল্যান্ড ক্রিকেট স্কোয়াড 

আন্তর্জাতিক ক্রিকেট স্কোয়াড হয়েছে তার চাইতে বেশি শক্তিশালী আরেকটি স্কোয়াড হচ্ছে ইংল্যান্ডের। ইংল্যান্ড বনাম নেদারল্যান্ড লাইভ খেলা তে অবশ্যই আপনারা তাদের ক্রিকেট স্কোয়াড সম্পর্কে জানবেন। যাতে করে বুঝতে পারেন আজকের এই দলে কারা কারা খেলবে।

  • ক্রিস ওকস
  • স্যাম কারান,
  • জস বাটলার
  • মার্ক উড,
  • লিয়াম লিভিংস্টোন,
  • জো রুট,
  • হ্যারি ব্রুক,
  • বেন স্টোকস,
  • ডাভিড মালান, 
  • ডেভিড উইলি,
  • আদিল রশিদ
  • রিস টপলি,
  • গাস অ্যাটকিনসন,
  • মঈন আলী,
  • জনি বেয়ারস্টো,

আপনারা ইংল্যান্ড বনাম নেদারল্যান্ড লাইভ খেলা দেখার পাশাপাশি আরও অন্যান্য দলের সকল খেলা সম্পর্কে তার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।

অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়