Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১২:৪৯, ৯ নভেম্বর ২০২৩
আপডেট: ২০:৩৯, ৯ নভেম্বর ২০২৩

নিউজিল্যান্ড বনাম শ্রীলংকা লাইভ স্কোর | New বনাম Sri Live

ক্রিকেট ইতিহাসের অন্যতম একটি ম্যাচ নিউজিল্যান্ড বনাম শ্রীলংকা আজকে অনুষ্ঠিত হবে। এখানে থাকবে শ্রীলংকা এবং নেদারল্যান্ডের উভয় দলের সকল দক্ষ খেলোয়াড়েরা। আপনাকে Sri Vs New Live Score উপভোগ করার জন্য একটি দুর্দান্ত উপায় বলে দিব।

নিউজিল্যান্ড ক্রিকেট স্কোর শ্রীলংকার বিপক্ষে |  New বনাম Sri Live

শুরু হয়ে গেছে আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপের সকল উত্তেজনাময় ম্যাচগুলো। বাচা মরা লড়াই রয়েছে উভয় দলের খেলোয়াড়েরা। সুতরাং এই মুহূর্তে ‌ আমরা জানবো কারা কারা নিউজিল্যান্ডের পক্ষে নামবে। তাদের নিশ্চিত করতে হবে প্রথম চার দলের মধ্যে তাদের স্থান নইলে তারা সেমিফাইনাল থেকে ছিটকে পড়ে যাবে এবারের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপে।

  • ড্যারিল মিচেল,
  • ডেভন কনওয়ে,
  • লোকি ফার্গুসন,
  • ইশ সোধি,
  • মিচেল স্যান্টনার,
  • মার্ক চাপম্যান,
  • টিম সাউদি,
  • উইল ইয়ং
  • কেইন উইলিয়ামসন
  • জিমি নিশাম,
  • রাচিন রবীন্দ্র,
  • ট্রেন্ট বোল্ট,
  • টম ল্যাথাম,
  • ম্যাট হেনরি,
  • গ্লেন ফিলিপস,

নিউজিল্যান্ড বনাম শ্রীলংকা লাইভ স্কোর

আজকের এই খেলা যদি আপনার সরাসরি দেখতে চান তাহলে আমাদের এই স্কোরবোর্ড থেকে সরাসরি লাইভ খেলা দেখতে পারবেন। ১০ থেকে ১৫ এমবি খরচ করে আপনারা পুরো খেলার লাইভ স্কোর বোর্ড নিশ্চিতভাবে উপভোগ করে নিতে পারবেন। আমাদের ওয়েবসাইটে আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপের সকল খেলা গুলো লাইভ সম্প্রচার করা হয়ে থাকে। সুতরাং আপনি যদি সকল খেলা লাইভ ভেবে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট বুক মার্ক করে রাখবেন কারণ আমরা ক্রিকেটসহ সকল খেলাধুলার লাইভ স্কোর আপডেট দিয়ে থাকি আপনাদের জন্য।

New 172/5 (23.2)

Sri 171/9 (46.4)

শ্রীলংকা বনাম নিউজিল্যান্ড লাইভ স্কোর |  New বনাম Sri Live

আমরা এই লাইভ খেলা দেখার পাশাপাশি আমরা এদের পরিসংঘ সম্পর্কে কিছু জানবো। কারণ খেলা দেখার পূর্বে অবশ্যই এর পরিসংখ্যান বিষয় সম্পর্কে আমাদের জানা দরকার। কারণ নিউজিল্যান্ড বনাম শ্রীলংকা লাইভ ম্যাচ হচ্ছে আজকে দুর্দান্ত এবং অনেক উত্তেজনাময়। তবে এখন অব্দি যতগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এ দুটি দেশে তার মধ্যে বেশি জয় লাভ করেছে এই নিউজিল্যান্ড বাহিনী। তবে আজকের এই খেলা কেমন হবে সেটি লাইভ বিশ্লেষণ সম্পর্কে জানার জন্য অবশ্যই আপনারা আপনাদের সঙ্গে থাকবেন। আজকের খেলায় কে জয় লাভ করল কে হেরে গেল অথবা কে সেঞ্চুরি করেছে এ বিষয়ে সম্পর্ক পূর্ণাঙ্গ সকল আলোচনা। আর আর এখানে যাদের দ্বারা আলোচনা করা হয় তারা সকল ক্রিকেট খেলা সম্পর্কে বেশ অভিজ্ঞতা সম্পন্ন। সুতরাং প্রতিটি এনালাইসিস জানার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।

শ্রীলংকা ক্রিকেট স্কোয়াড 2023  | Sri Vs New Live Score

আপনি যখনই নিউজিল্যান্ড বনাম শ্রীলংকা লাইভ দেখবেন অবশ্যই তাদের ক্রিকেট স্কোর সম্পর্কে দেখা প্রয়োজন রয়েছে। কারণ কে কখন বল করছে এবং ভালো পারফরমেন্স করছে সে বিষয়ে জানাও দরকার রয়েছে।

  • জেফরি ভান্ডারসে, 
  • দাসুন শানাকা
  • মহেশ থেকশানা, 
  • আশেন বান্দারা, 
  • দিনেশ চান্দিমাল, 
  • মাদরাসানা, 
  • ডি সিলভা, 
  • প্রবীণ জয়াভিক্রমানা, 
  • ওয়ানিন্দু হাসারাঙ্গা, 
  • দানুশকা গুনাথিলাকা, 
  • চরিথ আসালাঙ্কা
  • পথুম নিসাঙ্কা, 
  • ধনঞ্জয়া ডি সিলভা, 
  • দুশমান্থা চামেরা, 
  • কুসল মেন্ডিস, 
  • নুওয়ানিদু ফার্নান্দো 
  • ভানুকা রাজাপাকসে, 

বিশ্বকাপ নিউজিল্যান্ড বনাম শ্রীলংকা লাইভ স্কোর দেখার পাশাপাশি আরো অন্যান্য দেশের খেলার সরাসরি লাইভ দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আমাদের ওয়েবসাইটে নিয়মিত সকল খেলার স্কোর গুলো আপডেট দেওয়া হয়।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়