Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৫ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫৩, ১১ নভেম্বর ২০২৩
আপডেট: ১৯:৩০, ১২ নভেম্বর ২০২৩

মৌলভীবাজার মহিলা সমিতি নতুন ভবন উদ্বোধন

মৌলভীবাজার মহিলা সমিতি নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠান। ছবি : আই নিউজ

মৌলভীবাজার মহিলা সমিতি নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠান। ছবি : আই নিউজ

মৌলভীবাজার মহিলা সমিতির নবনির্মিত নতুন ভবন উদ্বোধন হয়েছে। 

শুক্রবার (১০ নভেম্বর) বেলা দুইটার দিকে শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য নেছার আহমদ, সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পৌর মেয়র ফজলুর রহমান প্রমুখ।

সমিতির সাধারণ সম্পাদক ডা. নাজনীন আখতারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. দিলশাদ পারভিন। স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক খুশ জেবিন চৌধুরী।

বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার দি চেম্বার কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এবং বিএমএ মৌলভীবাজারের সাবেক সভাপতি ডা. এম এ আহাদ, বিএমএ মৌলভীবাজারের সভাপতি ডা. শাব্বির হোসেন খান, বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক সৈয়দ মোশাহিদ আহমদ চুন্নু, মৌলভীবাজার পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন খান, বিশিষ্ট গাইনি চিকিৎসক ডা. হাদী হোসেন ও ডা. সুধাকর কৈরি, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ, বিটিভির জেলা প্রতিনিধি ও আই নিউজের সম্পাদক হাসানাত কামাল, দেশ টিভির জেলা প্রতিনিধি সালেহ এলাহি কুটি, তরুণ রাজনীতিবিদ ইমরান শাওন প্রমুখ।  

অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দ এবং সদস্যরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নেছার আহমদ এমপি বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারী জাগরণ ঘটেছে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে নারীদের আরো বেশি করে এগিয়ে আসতে হবে। একটি উন্নয়নমূলক, মানবিক ও দেশপ্রেমিক সমাজ গঠনে নারীরা দারুণ ভূমিকা রাখতে পারেন। 

আই নিউজে অন্যান্য খবর :

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়