Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:২৯, ১১ নভেম্বর ২০২৩

ভালো খেলেও আউট হলেন তামিম-লিটন

১৫ ওভার না পেরোতেই বাংলাদেশের সংগ্রহ শতক পেরিয়েছে

১৫ ওভার না পেরোতেই বাংলাদেশের সংগ্রহ শতক পেরিয়েছে

আজ ভারতে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপ আসরে নিজেদের শেষ ম্যাচ খেলতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচটি শুরু করেছে বাংলাদেশ দারুণ ভাবে। বাংলাদেশি ওপেনারদের দারুণ সূচনায় ১৫ ওভার না পেরোতেই বাংলাদেশের সংগ্রহ শতক পেরিয়েছে। তবে, ম্যাচটিতে ভালো খেলে শুরুটা করেও আউট হয়েছেন তরুণ ওপেনার তানজিদ তামিম (জুনিয়র তামিম) এবং লিটন কুমার দাস। দুজনেই দলের জন্য গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। তবে, রান বড় হয়নি নিজেদের। দুজনেই ফিরে গেছেন হাফ সেঞ্চুরির আগে। 

মাত্র ৩৪ বল খেলে আউট হবার আগে আগ্রাসী হাঁকিয়েছেন ৬টি। লিটন  

শনিবার (১১ নভেম্বর) সকাল ১১টায় পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শুরু হয় বাংলাদেশ-অস্ট্রেলিয়া খেলা। তার আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স।
 
ব্যাট করতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ শুরুটা দেখেশুনে শুরু করেন ওপেনার তানজিদ তামিম এবং লিটন দাস। সুযোগ পেলেই আবার বাউন্ডারি হাঁকিয়েছেন দুজনেই। লিটনের আগেই বাউন্ডারি হাঁকানো শুরু করেছিলেন জুনিয়র তামিম। ৩৪ বল খেলে ৩৬ রানের দারুণ ইনিংসটিতে তামিম বাউন্ডারি মেরেছেন ৬টি। 

অনেকটা ভয়ডরহীন ভাবেই অভিজ্ঞ অজি পেসারদের বলগুলো বাউন্ডারি মারছিলেন তামিম। কিন্তু ভালো খেলেও আউট হয়ে ফিরে গেলেন এই ওপেনার হাফ সেঞ্চুরি পূর্ণ না করেই।

১০ ওভারে বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ যখন ৭৬ রান তখনই আউটের ফাঁদে পড়েন তানজিদ তামিম। বল করছিলেন অজি পেসার এবট। কোমড়ের একটু উপর দিয়ে আসা বলটা অনেকটা সামলে নিতে না পেরে ব্যাটের কানায় লেগে শূন্যে উঠে যায় বল। বোলার এবট নিজেই সেই ক্যাচ ধরে আউট করেন তানজিদ তামিমকে। ফলে ৭৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। 

বাংলাদেশের দ্বিতীয় উইকেট পতন হয় ১৬তম ওভারে। এডাম জাম্পার স্পিনের কাছে ধরাশায়ী হয়ে যান ওপেনার লিটন কুমার দাস। বাংলাদেশের যখন দলীয় রান ১০৬ তখন জাম্পার বলে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ তোলে দেন লিটন। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৬.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৬ রান। বর্তমানে বাংলাদেশের হয়ে ব্যাট করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং তৌহিদ হৃদয়।

আই নিউজ/এইচএ  

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়