Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০০, ১১ নভেম্বর ২০২৩

অস্ট্রেলিয়াকে ৩০৭ রান টার্গেট দিলো বাংলাদেশ 

অস্ট্রেলিয়ার বিপক্ষে রান নিতে প্রান্ত বদল করছেন মাহমুদউল্লাহ-হৃদয়। ছবি- ক্রিকইনফো

অস্ট্রেলিয়ার বিপক্ষে রান নিতে প্রান্ত বদল করছেন মাহমুদউল্লাহ-হৃদয়। ছবি- ক্রিকইনফো

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করেছেন বাংলাদেশের ব্যাটাররা। তৌহিদ হৃদয়ের ৭৪ রান এবং নাজমুল হোসেন শান্তর ৪৫ রানের খেলা ইনিংসে বাংলাদেশ মোট সংগ্রহ করতে পেরেছে ৩০৬ রান। অস্ট্রেলিয়াকে জিততে হলে এখন ৫০ ওভারে ৩০৭ রান করতে হবে। 

শনিবার (১১ নভেম্বর) সকাল ১১টায় পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শুরু হয় বাংলাদেশ-অস্ট্রেলিয়া খেলা। তার আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স।

আজকের খেলায় বাংলাদেশি ওপেনারদের দারুণ সূচনায় ১৫ ওভার না পেরোতেই বাংলাদেশের সংগ্রহ শতক পেরিয়েছে। তবে, ম্যাচটিতে ভালো খেলে শুরুটা করেও আউট হয়েছেন তরুণ ওপেনার তানজিদ তামিম (জুনিয়র তামিম) এবং লিটন কুমার দাস। দুজনেই দলের জন্য গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। তবে, রান বড় হয়নি নিজেদের। দুজনেই ফিরে গেছেন হাফ সেঞ্চুরির আগে। 

এরপর ব্যাট করতে নেমে রান পেয়েছেন দীর্ঘদিন ধরে রান না পাওয়া তৌহিদ হৃদয়। গত ম্যাচের ধারাবাহিকতায় রান পেয়েছেন নাজমুল হোসেন শান্তও। যদিও ৫ রানের জন্য নিজের অর্ধশতক পূরণ করে যেতে পারেন নি শান্ত। তাঁর আগেই দুই রান নিতে গিয়ে রান আউটের শিকার হয়ে ফিরে যান এই ব্যাটার। 

তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে বাংলাদেশের হয়ে আজকের একমাত্র অর্ধশতকটি এসেছে। এই ব্যাটার ৭৯ বল খেলে ২টি ছক্কা ও ৫টি চারের মারে করেছেন ৭৪ রান। তবে আজকের ম্যাচে ব্যাট হাসে নি মুশফিকুর রহিমের। ২৪ বলে ২১ রান করে আউট হয়েছেন এই উইকেট কিপার ব্যাটার। মাহমুদউল্লাহ করেছেন ২৮ বলে ৩২ রান। এর মাঝে ছক্কাই মেরেছেন ৩টি এবং চার হাঁকিয়েছেন ১টি। 

সবমিলিয়ে আজ অজিদের বিপক্ষে বাংলাদশের সংগ্রহ ৩০৬ রান। আজকের ম্যাচে না জিতলেও বাংলাদেশকে হারতে হবে অন্তত একটি ভালো অবস্থানে থেকে। কেননা, তার উপর নির্ভর করছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সমীকরণ। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়