Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩২, ১৯ নভেম্বর ২০২৩

বিশ্বকাপ ফাইনাল: ১০ ওভারে ৩ উইকেট হারাল ভারত!

ভারতের বিপক্ষে একটি এলবি ডব্লিউ`র আবেদন করছেন পেসার স্টার্ক। ছবি- ক্রিকইনফো

ভারতের বিপক্ষে একটি এলবি ডব্লিউ`র আবেদন করছেন পেসার স্টার্ক। ছবি- ক্রিকইনফো

আজ চলছে ভারত বনাম অস্ট্রেলিয়া খেলা। ওয়ান ডে বিশ্বকাপ ক্রিকেটের সেই মহারণ, ফাইনাল খেলা। ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুতেই টস হেরে সূচনা হয়েছে ভারতের। টস জিতে ভারতকে ব্যাট করতে আমন্ত্রণ জানিয়েছে অস্ট্রেলিয়া। আর ব্যাট করতে নেমে প্রথম দশ ওভারেই ৩ উইকেট হারিয়েছে ভারত। 

এই প্রতিবেদন লেখা ভারত বনাম অস্ট্রেলিয়া খেলা স্কোর ছিল ১১.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৮৫ রান। 

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত বনাম অস্ট্রেলিয়া খেলায় টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অজি দলপতি প্যাট কামিন্স। ভারতের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রোহিত শর্মা ও শুভমান গিল।

তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে প্রথম ৪ ওভার ভালোই কাটে ভারতের। দুই ওপেনার এ সময় যোগ করেন ৩০ রান। পঞ্চম ওভারে প্রথম আঘাত হানে অস্ট্রেলিয়া। মিচেল স্টার্কের বলে মাত্র ৪ রানে আউট হন গিল।

শুরুতে উইকেট হারালেও আক্রমণাত্মক মনোভাব থেকে সরে আসেনি ভারত। রোহিত শর্মা ও বিরাট কোহলি দলকে রান রেট ঠিক রেখে এগিয়ে নিতে থাকেন। সেই ধারাবাহিকতায় ফিফটির পথে ছিলেন রোহিত।

তবে পাওয়ার প্লে-র শেষ ওভারে এসে ম্যাক্সওয়েলের বলে পরাস্ত হন রোহিত। সাজঘরে ফেরার আগে ৩১ বলে ৪৭ রান করেন ভারতীয় অধিনায়ক। পরের ওভারে প্যাট কামিন্সের বলে ৫ রান করে আউট হন শ্রেয়স আইয়ার। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়