Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৯, ১৯ নভেম্বর ২০২৩

বিশ্বকাপ ফাইনাল: ২৪০ রানে অল আউট ভারত

ভারতের বিপক্ষে ফাইনালে তিন উইকেট শিকার করেছেন মিচেল স্টার্ক। ছবি- ক্রিকইনফো

ভারতের বিপক্ষে ফাইনালে তিন উইকেট শিকার করেছেন মিচেল স্টার্ক। ছবি- ক্রিকইনফো

গোটা ওয়ান ডে বিশ্বকাপে অপরাজিত দল হিসেবে খেলে ফাইনালে ওঠেছে ভারত। অনেকেই এরমধ্যে বলছেন, এবারের ট্রফি ভারতেরই পাওয়া উচিত। তারাই যোগ্য। কিন্তু, ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমে নিজেদের গোটা আসরের বীরত্বটা যেন আজ আর দেখাতে পারলেন না ভারতীয় ক্রিকেটাররা। কোহলি, রোহিত, রাহুল এই ত্রয়ীর ব্যাট থেকে যা কিছু রান এসেছে। বাকিরা ছিলেন নিষ্প্রভ। ফলে ২৪০ রানেই আটকে গেছে ভারতের ইনিংস।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের শেষ বলে অল আউট হওয়ার আগে ২৪০ রান সংগ্রহ করেছে ভারত।

এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ খেলার শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। দ্রুত রান তোলার সাথে সাথে পাওয়ার প্লের দশ ওভার না খেলতেই ভারতের উইকেটও পড়েছে দ্রুত। মাত্র ১০.৩ বলেই ভারত হারিয়েছে ৩টি উইকেট। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিতে থাকে অস্ট্রেলিয়া। প্রথম পাওয়ার প্লেতে ৮০ রান সংগ্রহ করেছিল ভারত। অথচ বাকি অংশে দলটি সংগ্রহ করেছে মাত্র ১৬০ রান! যেখানে অজি বোলারদেরও ছিল বড় কৃতিত্ব।

ভারতের লড়াকু পুঁজির পেছনের কারিগর লোকেশ রাহুল ও বিরাট কোহলি। দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করেন রাহুল। অন্যপ্রান্তে ছন্দে থাকা কোহলি ফেরেন ৫৪ রানে। অধিনায়ক রোহিত শর্মার ৪৭ রানের ঝড়ো ইনিংসও ভারতকে এগিয়ে দিয়েছে অনেকটা।

বাকিদের ভেতর কেবল সুরিয়াকুমার যাদবই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন। বাকি ব্যাটারদের ব্যর্থতায় অল্পেই থামে ভারত। অজিদের হয়ে স্টার্ক তিনটি, কামিন্স ও হ্যাজেলউড দুটি এবং ম্যাক্সওয়েল ও জাম্পা একটি করে উইকেট নেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়