Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:৪১, ২০ নভেম্বর ২০২৩

বিশ্বকাপ ফাইনালে কে কী পুরষ্কার জিতলেন?

ছবি- ক্রিক ইনফো

ছবি- ক্রিক ইনফো

রোববার অস্ট্রেলিয়া বনাম ভারতের মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হয়েছে এবারের ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপ। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে ট্রফিটা এবারও নিজেদের করে নিতে পারল না ভারত। সারা আসরে অপরাজিত থাকা ভারত অজিদের কাছে হেরে গেছে ফাইনালে। ফাইনালে ভারত অস্ট্রেলিয়া ছাড়াও পুরষ্কার ওঠেছে আরো অনেক দলের খেলোয়াড়দের হাতে। 

আই নিউজের এই প্রতিবেদনে জানাবো, বিশ্বকাপ ফাইনালের অনুষ্ঠানে গোটা আসর খেলে কে কী পুরষ্কার পেলেন। 

ভারতকে হারার পথে ফাইনাল ম্যাচে সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার ব্যাটার ট্রাভিস হেড। এতে তিনি ম্যাচ সেরা হয়েছেন।আর টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ফর্মে থেকে সর্বোচ্চ রান সংগ্রহের জন্য টুর্নামেন্ট সেরা হন বিরাট কোহলি। এক নজরে গোটা আসর শেষে যাদের হাতে উঠল নানা পুরষ্কার। চলুন দেখে নেয়া যাক-

চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (ট্রফি ও ৪ মিলিয়ন ডলার),
রানার্স-আপ: ভারত (ট্রফি ও ২ মিলিয়ন ডলার),
ফাইনালে ম্যাচসেরা: ট্রাভিস হেড (১৩৭ রান ও ১ ক্যাচ),
টুর্নামেন্ট সেরা: বিরাট কোহলি (৭৬৫ রান, ১ উইকেট ও ৫ ক্যাচ),
সবচেয়ে বেশি রান: কোহলি (১১ ইনিংসে ৭৬৫),
সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর: গ্লেন ম্যাক্সওয়েল (অপরাজিত ২০১),
সবচেয়ে বেশি সেঞ্চুরি: কুইন্টন ডি কক (৪টি),
সবচেয়ে বেশি ফিফটি: বিরাট কোহলি (৬টি),
সবচেয়ে বেশি উইকেট: মোহাম্মদ শামি (৭ ইনিংসে ২৪ উইকেট),
সেরা বোলিং ফিগার: মোহাম্মদ শামি (৭/৫৭, নিউজিল্যান্ডের বিপক্ষে),
সবচেয়ে বেশি ছক্কা: রোহিত শর্মা (৩১টি),
সবচেয়ে বেশি ক্যাচ: ড্যারিল মিচেল (১১টি),
সবচেয়ে বেশি ডিসমিসাল: কুইন্টন ডি কক (২০টি),
সর্বোচ্চ স্ট্রাইক রেট: গ্লেন ম্যাক্সওয়েল (১৫০.৩৭)।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়