Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১৭:২১, ২০ নভেম্বর ২০২৩

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ বিজয়ী দল

আজকের আলোচনা করব ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ বিজয়ীদের সম্পর্কে। যদি আপনি ক্রিকেট প্রেমিক হন তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে এই ম্যাচ সম্পর্কে আর ২০২০ সালের ক্রিকেট বিশ্বকাপ কে জয়লাভ করেছে সেটি বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন হিসেবে থাকবে। সুতরাং এ বিষয়টিও আপনাকে মাথায় রাখতে হবে।

অবশেষে গত ১৯ নভেম্বর ২০২৩ রোজ রবিবার অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। এখানে ব্যাপক উইকেট এর ব্যবধানে জয়লাভ করে শক্তিশালী দল অস্ট্রেলিয়া। প্রথমদিকে অস্ট্রেলিয়া ভেঙে পড়লেও পর মুহূর্তে নিজেদেরকে অনেকটা গুছিয়ে নিয়েছে। যার কারণে আজকে অনেকটা জয়লাভ করতে পেরেছে তাদের এই পারফরম্যান্সের কারণে। আমরা এই আর্টিকেলে জানব কিভাবে জয়লাভ করল এমনকি এবারের ক্রিকেট বিশ্বকাপের সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে।

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ বিজয়ী দল

মূলত এবারের ক্রিকেট বিশ্বকাপের খেলাটি অনুষ্ঠিত হয়েছিল পাঁচ অক্টোবর ২০২৩ থেকে। আর এবারে অংশগ্রহণ করেছিল মোট 10 টি দল যার মধ্যে বাংলাদেশের অবস্থানও ছিল। প্রথম পর্বের খেলাতে প্রত্যেকটি দল নয়টি ম্যাচ করে খেলেছে। নয়টি ম্যাচের মধ্যে একমাত্র সবগুলোতে জয়লাভ করতে পেরেছিল ভারত যার কারণে সাত ম্যাচের পরেই তারা সেমিফাইনাল নিশ্চিত করে নেয়। অস্ট্রেলিয়া প্রথম দুই ম্যাচে হেরে দিশে হারা হয়ে পড়ে তারা। কিন্তু পরের ম্যাচগুলোতে নিজেদের পারফরম্যান্স তুলে নেয় যার কারণে অনেকটা এগিয়ে যায় তারা। কিন্তু সেমিফাইনালে ওঠার জন্য শেষে নির্ভর করে আফগানিস্তানের সাথে ম্যাচটি। একের পর এক উইকেট হারিয়ে যখন অস্ট্রেলিয়া বিপদের মুখে তখন পাহাড়ের মত দাঁড়িয়ে প্রতিরোধ করে।

সেই দিন ম্যাক্সওয়েল ডাবল সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে সেমিফাইনাল নিশ্চিত করে দেয়। এরপর ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে অন্যদিকে সাউথ আফ্রিকাকে হারিয়ে নিশ্চিত করে নেয় ফাইনাল ম্যাচ এই অস্ট্রেলিয়া। আর ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ বিজয়ী দল হচ্ছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের ম্যাচে টসে জয় লাভ করে অস্ট্রেলিয়া এবং তারা বোলিং এর সিদ্ধান্ত নেয় ব্যাটিং করতে দেয় ইন্ডিয়াকে। প্রথম দিকে রোহিত শর্মা দুর্দান্ত পারফরমেন্স করলেও পরে খুব পিছিয়ে যায়। যখন সুবমান গিল আউট হয়ে যায় তখন অনেকটা হতাশার মধ্যে পড়ে যায় ভারতীয় দল। তারা ৫০ ওভারে ২৪০ রান করে এবং অস্ট্রেলিয়া ৪ উইকেট হারিয়ে ৪৩ ওভারে তাদের জয় নিশ্চিত করে নেয়।

অস্ট্রেলিয়া ক্রিকেট তারকাদের তালিকা 

এই দল জয়লাভ করেছে একমাত্র তাদের খেলোয়াড়দের পারফরম্যান্সের কারণে। যেমন তাদের বোলিং পারফরমেন্স ছিল প্রথমে ঠিক তেমনটাই ব্যাটিংয়ের পারফরম্যান্স দেখিয়েছে। যা ক্রিকেট ইতিহাসে থেকে যাবে। এ পর্যন্ত অস্ট্রেলিয়া ৬ বার ক্রিকেট বিশ্বকাপ নিশ্চিত করে নিল এমনকি ইতিহাসেও তারা নতুন একটি নাম লেখাল।

  • মিচেল স্টার্ক
  • মিচেল মার্শ,
  • ক্যামেরন গ্রিন,
  • স্টিভেন স্মিথ,
  • মার্কাস স্টয়নিস,
  • অ্যাডাম জ্যাম্পা,
  • গ্লেন ম্যাক্সওয়েল
  • অ্যালেক্স ক্যারি,
  • শন অ্যাবট
  • অ্যাশটন অ্যাগার,
  • জশ হ্যাজেলউড,
  • ডেভিড ওয়ার্নার,,
  • প্যাট কামিন্স 
  • ট্রাভিস হেড,
  • জন ইংলিস,

এই আর্টিকেলের মাধ্যমে আপনারা দেখলেন ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের বিজয়ীদের দল সম্পর্কে। আরো খেলার আপডেট খবর গুলো জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়