Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:১৮, ১৭ ডিসেম্বর ২০২৩

দলে ফিরে দারুণ শুরু বিজয়ের 

বাংলাদেশি ব্যাটার এনামুল হক বিজয়। ফাইল ছবি

বাংলাদেশি ব্যাটার এনামুল হক বিজয়। ফাইল ছবি

বাংলাদেশ দলে তার ফেরাটা তার কাছে এখন অন্যরকম গল্প হয়ে গেছে। প্রায় সময় স্কোয়াডে না থাকলেও শেষ সময়ে ডাক এসেছে বিজয়ের। ফিল্ডিং করেছেন, কিন্তু ব্যাটিং করতে পারেন নি। আজ কিউইদের বিপক্ষে ব্যাটিং এর সুযোগ পেয়েই তাই মনের ঝাল মিটিয়ে যেন রান তুললেন অনেকদিন পর ব্যাট হাতে ফেরা ওপেনার এনামুল হক বিজয়। নিউজিল্যান্ডের দেয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে অনেকদিন পর সুযোগ পাওয়া আরেক ওপেনার সৌম্য কিছু করতে না পারলেও ভালো ব্যাটিং করেছেন বিজয়। 

রোববার (১৭ ডিসেম্বর) ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলছে আজ বাংলাদেশ। নিউজিল্যান্ড ঘরের মাঠে বাংলাদেশকে বড় রানের টার্গেট দিয়েছে আজকেও। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে  প্রথমে ব্যাট করে নির্ধারিত ৩০ ওভারে সাত উইকেটে ২৩৯ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড।

ম্যাচ জিততে চাইলে বাংলাদেশকে ডি/এল মেথডে ২৪৫ রান করতে হবে। এ অবস্থায় রান তাড়া করতে নেমে খাতা খোলার আগেই আউট হয়েছেন সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত এবং এনামুল হক বিজয়। এর মধ্যে রান এসেছে বিজয়ের ব্যাট থেকে ৩৯ বলে ৪৩ রান এবং শান্ত ১৩ বলে ১৫ রান। সৌম্য ফিরেছেন শূন্য রানে। 

এই প্রতিবেদন লেখার সময় ব্যাট করছেন লিটন কুমার দাস এবং তৌহিদ হৃদয়। লিটন ১৭ বলে ২০ রান করে এখনো টিকে আছেন। হৃদয় টিকে আছেন ৫ রান করে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়