Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:১১, ২৭ ডিসেম্বর ২০২৩

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন শান্ত

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে আজ মুখোমুখি বাংলাদেশ। কিউইদের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ধবার (২৭ ডিসেম্বর) নেপিয়ারের ম্যাকলিন পার্কে বাংলাদেশ সময় দুপুর ১২ টা ১০ মিনিটে শুরু হবে খেলা। এই মাঠেই সাদা বলের সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে প্রথমবার ওয়ানডেতে হারিয়েছে বাংলাদেশ।  

পরিসংখ্যান অনুযায়ী নিউজিল্যান্ডের মাটিতে টানা ৯ টি-২০তে বাংলাদেশ হেরেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ১৭ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে নিউজিল্যান্ডের জয় ১৪টি এবং বাংলাদেশের জয় মাত্র ৩টিতে। তাই আজকের ম্যাচে গত ম্যাচের জয়ের ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশ নতুন কিছু দেখাতে পারবে কি না তা দেখার অপেক্ষায় লাখো সমর্থক। 

চলতি বছর এ পর্যন্ত তিনটি টি-২০ সিরিজ খেলে সবগুলোতেই জিতেছে টাইগাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে পারলে এ বছর সংক্ষিপ্ত ভার্সনের সিরিজে অপরাজিত থাকবে টাইগাররা। যা দেশের ক্রিকেট ইতিহাসে এক নজির হয়ে থাকবে।

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, শামিম হোসেন, আফিফ হোসেন, সৌম্য সরকার, মাহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল হাসান, রিশাদ হোসেন, তানভির ইসলাম ও তানজিম হাসান সাকিব।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়