Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৩, ২৭ ডিসেম্বর ২০২৩

কিউইদের ঘরের মাঠে ৫ উইকেটে হারাল বাংলাদেশ

আজ বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেন লিটন দাস (৪২)। ছবি- ক্রিকইনফো

আজ বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেন লিটন দাস (৪২)। ছবি- ক্রিকইনফো

সাদা বলের ওয়ানডে ফরম্যাটে নিউজিল্যান্ডের বিপক্ষে না জেতার স্বাদ মিটিয়ে টি-২০ খেলতে আজ তাঁদের ঘরের মাটিতে নেমেছিল বাংলাদেশ। সেই মাঠে, যে মাঠে সবশেষ ম্যাচে দাপুটে ভাবে নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। এবারও একই মাঠেই প্রতিপক্ষকে ধরাশায়ী করলো বাংলাদেশ। নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে টি-২০ তে এতোদিন পরাজিত থাকার রেকর্ডটাও বদলে নিল বাংলাদেশ। 

নেপিয়ারের ম্যাকলিন পার্কে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে বাংলাদেশকে লক্ষ্য দেয় মাত্র ১৩৫ রান। টাইগারদের হয়ে রান তাড়া করতে নামেন লিটন দাস ও রনি তালুকদার। ইনিংসের দ্বিতীয় ওভারেই অ্যাডাম মিলনেকে উড়িয়ে মারতে গিয়ে ১০ রানে সাজঘরে ফেরেন রনি। যদিও আউট হবার আগে বাউন্ডারি হাঁকিয়েছেন এই ক্রিকেটার। 

তিনে নেমে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন নাজমুল হোসেন শান্তও। দারুণ শটে তোলে এনেচিলেন বাউন্ডারিও। কিন্তু ইনিংসের পঞ্চম ওভারে জেমস নিশামকে উড়িয়ে মারত গিয়ে সোজা স্যান্টনারের হাতে ধরা পড়েন তিনি। পরে উইকেটে আসেন দারুণ ফর্মে থাকা সৌম্য।  সৌম্য সরকার আজও আক্রমণাত্মক শুরু করেন। তবে ১৫ বলে ২২ রানের বেশি করতে পারেননি তিনি। তাওহীদ হৃদয় সাজঘরে ফেরার আগে খেলেন ১৯ রানের ইনিংস। 

একপ্রান্তে সতীর্থরা আসা যাওয়ার মাঝে থাকলেও ধৈর্যের প্রতিমূর্তি হয়ে টিকে ছিলেন লিটন দাস। তাকে যোগ্য সঙ্গ দেন মাহেদী। এ দুজনের ব্যাটে বাংলাদেশের স্মরণীয় জয় নিশ্চিত হয়। এ সময় লিটন ৪২ ও মাহেদী ১৯ রানে অপরাজিত ছিলেন।

এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। বল হাতে প্রথম ওভার করতে আসেন মাহেদী হাসান। ওভারের তৃতীয় ডেলিভারিতেই ওপেনার টিম সেইফার্টকে বোল্ড করেন তিনি।

বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম তিনটি, মাহেদী হাসান ও মুস্তাফিজুর রহমান দুটি করে এবং তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন একটি উইকেট শিকার করেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়