Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:০৪, ৩১ ডিসেম্বর ২০২৩

কিউইদের বিপক্ষে টি-২০ সিরিজ হেরে গেল বাংলাদেশ

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

নিউজিল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টি-২০ সিরিজের শেষ ম্যাচে হেরে গেল বাংলাদেশ। আশা জাগানিয়া বার্তা দিয়েও বৃষ্টি আইনে ধরা খেল টাইগাররা। যদিও এদিন আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ সংগ্রহ করতে পেরেছিল মাত্র ১১০ রান। সেই রান তাড়া করতে নেমে বিপাকে পড়েও বৃষ্টি আইনে জিতে গেছে কিউইরা। ফলে এক এক জয় নিয়ে টি-২০ সিরিজটি ড্র হয়েছে। 

রোববার (৩১ ডিসেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ে প্রথমে ব্যাট করে ১১০ রানে অল আউট হয় বাংলাদেশ। জবাবে বৃষ্টিতে খেলা বন্ধের আগে ১৪.৪ ওভারে ৫ উইকেটে ৯৫ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। পরে আর খেলা না হওয়ায় ডার্ক ওয়ার্থ লুইস মেথডে ১৭ রানে জিতেছে কিউইরা।

ম্যাচ হারলেও নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছে বাংলাদেশ। একইসঙ্গে প্রথমবারের মতো কোনো বছর টি-২০ ফরম্যাটে সিরিজ না হেরে শেষ করেছে টাইগাররা। 

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৭ রান করেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া তাওহীদ হৃদয় ১৬, আফিফ হোসেন ১৪ এবং রনি তালুকদার ও রিশাদ হোসেন ১০ রান করেন। আর কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়