স্পোর্টস ডেস্ক
এবারও তারুণ্যের শক্তিতেই আস্থা রাখল সিলেট স্ট্রাইকার্স
সিলেট স্টাইকার্সের এবারও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ছবি- সংগৃহীত
গেল কয়েক আসর ধরেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রিয় দল হয়ে উঠেছে সিলেট স্ট্রাইকার্স। এর পেছনের কারণ, সিলেট দলের তারুণ্য নির্ভর ব্যাটিং ও বোলিং লাইন। গত আসরের রানার্স আপ মাশরাফির সিলেট এবারও তাই আস্থা রেখেছে তরুণদের উপরই। তরুণদের নিয়ে সাজানো হয়েছে সিলেটের এবারের স্কোয়াড।
পরিসংখ্যানের বিচারে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বিপিএলেও তা-ই। ম্যাশের উপর এবারও ভরসা রাখছে সিলেট। সঙ্গে তাদের নজর স্থানীয় আরও কিছু খেলোয়াড়ের উপর। গেল মৌসুমে রানার্স আপ হওয়া সিলেট স্ট্রাইকার্সের নাজমুল হোসেন শান্ত পুরো আসরে দারুণ খেলে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হন।
সিলেট স্ট্রাইকার্সের বিদেশি খেলোয়াড়দের মধ্যে অন্যতম অজি তারকা বেন কাটিং। পুরো আসর জুড়েই সিলেটের স্কোয়াডে থাকবেন কাটিং। এবারের বিপিএলে একমাত্র অস্ট্রেলীয় খেলোয়াড় কাটিংয়ের সাথে শুরু থেকেই সিলেট দলের সাথে থাকবেন আইরিশ তারকা হ্যারি টেক্টর। টুর্নামেন্ট শুরুর পর যুক্ত হবেন রায়ান বার্ল, রিচার্ড এনগারাভা, শ্যানন গ্যাব্রিয়েল।
সিলেট স্ট্রাইকার্স এবার বড় তারকাদের টুর্নামেন্টের শুরু থেকেই দলের সাথে পাবে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে জিম্বাবুয়ের সিরিজ শেষ হবে ১৮ জানুয়ারি। কলম্বো থেকে পরদিন ঢাকায় এসে পৌঁছাবেন রায়ান বার্ল ও রিচার্ড এনগারাভা। সিলেট স্ট্রাইকার্সের সবশেষ খেলোয়াড় হিসাবে স্কোয়াডে যুক্ত হবেন ক্যারিবীয় পেসার শ্যানন গ্যাব্রিয়েল। ২৫ জানুয়ারি তিনি যোগ দিবেন সিলেট দলের সাথে।
সিলেট স্ট্রাইকার্সের স্থানীয় খেলোয়াড়
মাশরাফি বিন মর্তুজা, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ মিঠুন, রেজাউর রহমান রাজা, আরিফুল হক, ইয়াসির আলী চৌধুরী, নাজমুল ইসলাম অপু, শফিকুল ইসলাম, নাইম হাসান, জাওয়াদ মোহাম্মদ রোয়েন, সালমান হোসেন ইমন, শামসুর রহমান শুভ।
আই নিউজ/এইচএ
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা