Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১৯:০৫, ১৯ জানুয়ারি ২০২৪

সিলেট বনাম চট্টগ্রাম লাইভ | Sylhet vs Chittagong Live

আবারো শুরু হয়ে গেছে বিপিএলের দ্বিতীয় ম্যাচ। আর অনুষ্ঠিত হচ্ছে সিলেট বনাম চট্টগ্রাম লাইভ। যারা Sylhet vs Chittagong Live দেখবেন তারা অবশ্যই আমাদের স্কোর বোর্ড থেকে খেলা দেখে নেবেন।

সিলেট বিপিএল স্কোয়াড ২০২৪

এবার সিলেটের পক্ষে রয়েছে দেশি-বিদেশি সকল ক্রিকেট তারকারা। যারা রিটেইন অর্থাৎ পূর্বের ম্যাচগুলোতেও খেলেছিলেন তারা এবারও খেলছেন অনেকেই। আবার নতুন করে নেয়া হয়েছে অনেক বেশি বিদেশি ক্রিকেট তারকাদের। নিচে সকল খেলোয়াড়দের তালিকা দেওয়া হল নাম সহ।

  • মাশরাফি বিন মুর্তজা, 
  • জাকির হাসান, 
  • বেন কাটিং, 
  • হ্যারি টেক্টর
  • তানজিম হাসান, 
  • নাজমুল হোসেন, 
  • রায়ান বার্ল, 
  • মোহাম্মদ মিঠুন, 
  • রেজাউর রহমান, 
  • আরিফুল হক, 
  • ইয়াসির আলী, 
  • রিচার্ড এনগারাভা, 
  • দুশান হেমন্ত, 
  • শফিকুল ইসলাম, 
  • নাঈম ইসলাম, 
  • জাওয়াদ রোয়েন, 
  • সালমান হোসেন
  • নাজমুল ইসলাম, 

চট্টগ্রাম বনাম সিলেট লাইভ বিপিএল ম্যাচ

সিলেট বনাম চট্টগ্রাম লাইভ খেলা অনুষ্ঠিত হওয়া মাত্রই আমাদের ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হবে এই ম্যাচ। প্রতিটি মুহূর্তে আপডেট দেওয়া হয়ে থাকবে বিপিএলের সকলে স্কোর। কোন খেলোয়ার কত রান সংগ্রহ করছে, খেলার বর্তমান পরিস্থিতি কি সকল বিষয়গুলো আপনারা লাইভ ভাবে দেখতে পারবেন। যদি কোন প্রকার ঝামেলা ছাড়াই বিপিএল ম্যাচ উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের এখান থেকে সরাসরি দেখে নিবেন।

চট্টগ্রাম বিপিএল স্কোয়াড ২০২৪

সিলেটের মত এবারে চট্টগ্রামেও দুর্দান্তভাবে টিম সাজানো হয়েছে। রাখা হয়েছে অনেক ক্রিকেট তারকাদের যারা বিগত ম্যাচগুলোতেও চট্টগ্রামের হয়ে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছিলেন। দেখে নেওয়া যাক চট্টগ্রাম বিপিএল স্কোয়াড সম্পর্কে।

  • শুভাগত হোম, 
  • শাহাদাত হোসেন, 
  • আল আমিন হোসেন, 
  • সৈকত আলী, 
  • ইমরানুজ্জামান, 
  • সালাউদ্দিন শাকিল
  • জিয়াউর রহমান, 
  • মোহাম্মদ হাসনাইন, 
  • স্টিভ এসকিনাজি
  • নিহাদউজ্জামান, 
  • শহীদুল ইসলাম, 
  • মোহাম্মদ হারিস, 
  • কার্টিস ক্যাম্ফার, 
  • বিলাল খান, 
  • নাজিবউল্লাহ জাদরান, 
  • তানজিদ হাসান তামিম, 

এই প্রতিবেদনে আপনারা দেখতে পারছেন সিলেট বনাম চট্টগ্রাম লাইভ স্কোর। অন্যান্য সকল বিপিএল ম্যাচ খেলা দেখার জন্য আইনের সঙ্গে থাকবেন। 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়