Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১৩:৫৯, ২০ জানুয়ারি ২০২৪
আপডেট: ২০:৫৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

বরিশাল বনাম রংপুর লাইভ ম্যাচ | BPL Rangpur vs Barishal Live

আজকে মিরপুর মাঠে অনুষ্ঠিত হবে বরিশাল বনাম রংপুর লাইভ ম্যাচ। BPL Rangpur vs Barishal Live অনুষ্ঠিত হবে আমাদের আই নিউজে সরাসরি। যারা স্কোর দেখতে চান তারা সরাসরি আমাদের এই প্রতিবেদন থেকে দেখে নেবেন।

Rangpur : 149/7(20)

Barisal : 38/2(5)

ফরচুন বরিশাল স্কোয়াড ২০২৪

এবারের বিপিএলে যতগুলো টিম রয়েছে তার মধ্যে বেশি দক্ষ খেলোয়াড় রয়েছে বরিশাল দলে। যেমন এখানে রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম আরো অন্যান্য খেলোয়াড়েরা। আসুন দেখে নেই এই তালিকায় আরো কোন কোন দেশে-বিদেশে ক্রিকেট তারকা রয়েছে তাদের নামগুলো।

  • মাহমুদউল্লাহ,
  • মেহেদী হাসান মিরাজ,
  • খালেদ আহমেদ,
  • তাইজুল ইসলাম,
  • মোহাম্মদ সাইফউদ্দিন,
  • সৌম্য সরকার,
  • শোয়েব মালিক,
  • পল স্টার্লিং,
  • ফখর জামান,
  • মোহাম্মদ আমির,
  • ইব্রাহিম জাদরান,
  • তামিম ইকবাল,
  • আব্বাস আফ্রিদি,
  • প্রান্তিক নওরোজ,
  • দিনেশ চান্ডিমাল
  • দুনিত ভেল্লালাগে
  • মুশফিকুর রহিম,
  • রকিবুল হাসান,
  • প্রিতম কুমার,

রংপুর বনাম বরিশাল লাইভ

আজকের বরিশাল বনাম রংপুর লাইভ খেলা অনুষ্ঠিত হবে মিরপুরের স্টেডিয়ামে। যে সকল দর্শকরা এই খেলা সরাসরি দেখতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই পত্রিকা থেকে সরাসরি লাইভ খেলা দেখে নেবেন। যখন খেলা শুরু হবে তখন উপরে প্রতিটি দলের রান আলাদা আলাদা দেওয়া হতে একই সঙ্গে দেখতে পারবেন উইকেট এবং বল তথ্য।

অ্যাপের মাধ্যমে বিপিএল খেলা দেখার নিয়ম

কেউ চাইলে বিপিএল খেলা দেখতে পারবেন। মাই জিপি অ্যাপ, টি স্পোর্টস অ্যাপ,‌ দারাজ অ্যাপস, টফি অ্যাপস, ইত্যাদির মাধ্যমে।

রংপুর স্কোয়াড ২০২৪

বরিশালে যেমন শক্তিশালী খেলোয়ারা রয়েছে ঠিক তেমনভাবে শক্তিশালী পারফরম্যান্স করার জন্য রয়েছে রংপুরের প্লেয়ার। এখানে রয়েছে সাকিব আল হাসান সহ আরো অন্যান্য দক্ষ খেলোয়ার। আমরা তাদের তালিকা দেখে নেই এখন।

  • হাসান মাহমুদ, 
  • ফজলে রাব্বি, 
  • নুরুল হাসান সোহান, 
  • শেখ মাহেদী হাসান, 
  • আশিকুজ্জামান
  • আজমাতউল্লাহ ওমরজাই, 
  • নিকলাস পুরান, 
  • সাকিব আল হাসান, 
  • ব্রেন্ডন কিং, 
  • ওয়ানিন্দু হাসারাঙ্গা
  • হাসান মুরাদ, 
  • মিশেল রিপন, 
  • ইয়াসির মোহাম্মদ, 
  • আবু হায়দার, 
  • রনি তালুকদার, 
  • শামীম হোসেন, 
  • রিপন মণ্ডল, 
  • বাবর আজম, 
  • এহসানউল্লাহ, 
  • মাথিশা পাথিরানা, 

মিরপুরে অনুষ্ঠিত হওয়া বরিশাল বনাম রংপুর লাইভ খেলা দেখার পাশাপাশি সকল খেলার খবর জানতে অবশ্যই আই নিউজে চোখ রাখুন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়