Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১৩:৩৫, ২২ জানুয়ারি ২০২৪

ঢাকা বনাম চট্টগ্রাম লাইভ স্কোর

দুপুর ১ টা ৩০ মিনিট হতে মাঠে নামবে ঢাকা বনাম চট্টগ্রাম। ওখান থেকে সরাসরি দেখতে পারবেন চট্টগ্রাম এবং ঢাকা লাইভ ম্যাচ। যারা Dhaka Vs Chittagong BPL সরাসরি দেখবেন তাদের জন্য রইল শুভকামনা।

ঢাকা বিপিএল স্কোয়াড ২০২৪

এবারের ঢাকার দলে রয়েছে শক্তিশালী সকল পারফরম্যান্সের খেলোয়াড়েরা। যেমন রয়েছেন তাসকিন আহমেদ, আরাফাত সানি এর মত দেশে ক্রিকেটারসহ রয়েছে বিদেশি সকল ক্রিকেট তারকারা। নিচে দেয়া হল তাদের স্কোয়াডের সকল খেলোয়াড়দের তালিকা।

  • তাওহিদ হৃদয়,
  • নুর আহমেদ,
  • ম্যাথু ওয়াল্টার ফোর্ড,
  • ইমরুল কায়েস,
  • মঈন আলী,
  • আন্দ্রে রাসেল,
  • এনামুল হক
  • মোস্তাফিজুর রহমান,
  • সুনীল নারাইন,
  • ইফতিখার আহমেদ,
  • জামান খান,
  • লিটন দাস,
  • মুশফিক হাসান,
  • জনসন চার্লস,
  • রিশাদ হোসেন,
  • রাকিম কর্নওয়াল,
  • তানভীর ইসলাম,
  • মোহাম্মদ রিজওয়ান,
  • খুশদিল শাহ,

চট্টগ্রাম বনাম ঢাকা লাইভ স্কোর | Dhaka Vs Chittagong BPL

এই ঢাকা বনাম চট্টগ্রাম লাইভ ম্যাচটি সরাসরি আমাদের আই নিউজে সম্প্রচার করা হবে। আর এখান থেকে সরাসরি দেখতে হলে অবশ্যই আপনারা আমাদের পত্রিকায় চোখ রাখবেন। এছাড়াও আমাদের ফেসবুক পেইজে সরাসরি সম্পর্কে যাবতীয় সকল আপডেট তথ্যগুলো পেয়ে যাবেন। আমাদের ফেসবুক পেইজে প্রবেশ করতে এই লিংকে প্রবেশ করুন।

কোন কোন টিভি চ্যানেলে বিপিএল খেলা লাইভ দেখানো হচ্ছে

বাংলাদেশের গাজী টিভি এবং টি স্পোর্টস চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হচ্ছে এবারের বিপিএল ম্যাচ। যারা ঘরে বসেই অর্থাৎ ডিসলাইনে খেলা দেখতে চান তারা অবশ্যই এই দুই টিভি চ্যানেলের মাধ্যমে খেলা উপভোগ করতে পারবেন। এছাড়াও আপনারা টফি অ্যাপের মাধ্যমে যেকোনো জায়গায় বসে খেলা দেখতে পারবেন শুধুমাত্র একটি এন্ড্রয়েড মোবাইল অথবা কম্পিউটার ডিভাইস ব্যবহার করে।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড ২০২৪ বিপিএল

২০২৪ সালের বিপিএলের অন্যতম আরেকটি শক্তিশালী দল হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আজকের ঢাকা বনাম চট্টগ্রাম লাইভ খেলাতে চট্টগ্রামের কোন কোন খেলোয়াড়েরা পারফরম্যান্স করবে সেটি দেখে নেব নিজে থেকে।

 

  • তানজিদ হাসান তামিম,
  • আল আমিন হোসেন,
  • সৈকত আলী,
  • ইমরানুজ্জামান,
  • কার্টিস ক্যাম্ফার,
  • বিলাল খান,
  • শাহাদাত হোসেন,
  • সালাউদ্দিন শাকিল
  • নিহাদউজ্জামান,
  • শহীদুল ইসলাম,
  • মোহাম্মদ হারিস,
  • মোহাম্মদ হাসনাইন,
  • শুভাগত হোম,
  • জিয়াউর রহমান,
  • স্টিভ এসকিনাজি
  • নাজিবউল্লাহ জাদরান,

বিপিএল সংক্রান্ত আপডেট তথ্য দেখতে অবশ্যই আমাদের ওয়েব সাইটের নোটিফিকেশন চালু রাখবেন। তাহলে যে কোন নিউজ পাবলিশ হওয়া মাত্রই আপনাদের কাছে আপডেট তথ্য যাবে। আর আজকের ঢাকা বনাম চট্টগ্রাম ম্যাচ দেখার জন্য অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়