Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১৬:২০, ২৩ জানুয়ারি ২০২৪
আপডেট: ১৭:২৪, ২৩ জানুয়ারি ২০২৪

বরিশাল Vs কুমিল্লা লাইভ খেলা | Barishal বনাম Khulna Live

সন্ধ্যা ৬ঃ৩০ থেকে অনুষ্ঠিত হবে বরিশাল Vs কুমিল্লা লাইভ খেলা। আজকের Barishal বনাম Khulna Live দেখবেন তারা অবশ্যই নিচের স্কোর বোর্ড হতে খেলা দেখে নেবেন।

বরিশাল স্কোয়াড ২০২৪

এবারের বিভিন্ন দল গুলোর মধ্যে তুলনামূলকভাবে শক্তিশালী দল হচ্ছে বরিশাল। ফরচুন বরিশালের পক্ষ হয়ে এবার মাঠে নামতেছে তামিম ইকবাল, ‌ মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ সহ আরো দক্ষ এবং অভিজ্ঞতা সকল খেলোয়ার।

  • মাহমুদউল্লাহ,
  • প্রান্তিক নওরোজ,
  • পল স্টার্লিং,
  • মুশফিকুর রহিম,
  • রকিবুল হাসান,
  • দিনেশ চান্ডিমাল
  • তামিম ইকবাল,
  • আব্বাস আফ্রিদি,
  • দুনিত ভেল্লালাগে
  • মেহেদী হাসান মিরাজ,
  • খালেদ আহমেদ,
  • ফখর জামান,
  • মোহাম্মদ আমির,
  • প্রিতম কুমার,
  • তাইজুল ইসলাম,
  • মোহাম্মদ সাইফউদ্দিন,
  • ইব্রাহিম জাদরান,
  • সৌম্য সরকার,
  • ইয়ানিক ক্যারিয়াহ,
  • কামরুল ইসলাম,
  • শোয়েব মালিক,

কুমিল্লা বনাম বরিশাল লাইভ খেলা

আজকের এই খেলাটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে। এই খেলাটির জমকালোভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে কারণ এখানে থাকবেন সকল দক্ষ এবং স্বনামধন্য ক্রিকেট তারকেরা। এছাড়াও থাকছে বাবর আজম, ডেবিট মিলার সহ সকল দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়ারেরা। ধারণা না করা হচ্ছে এবারের বিপিএলে সর্বোচ্চ ম্যাচ অনুষ্ঠিত হবে আজকের এই বরিশাল বনাম কুমিল্লা খেলাতে। ইতিমধ্যে দর্শকদের বেশ সাড়া পাওয়া গেছে এমনকি বাকিটা দেখা যাবে খেলা চলাকালীন সময়ে।

কুমিল্লা বিপিএল স্কোয়াড ২০২৪

এবারে খুলনার পক্ষ হয়ে পারফরমেন্স করবে ইমরুল কায়েস, তৌহিদ হৃদয়, আন্দ্রে রাসেলের মত সকল খেলোয়ারা। আসুন দেখি আরো কে কে পারফরমেন্স করবে আজকের এই কুমিল্লার পক্ষ হয়ে।

  • এনামুল হক
  • মোস্তাফিজুর রহমান,
  • মঈন আলী,
  • আন্দ্রে রাসেল,
  • মৃত্যুঞ্জয় চৌধুরী,
  • জাকের আলী,
  • মাহিদুল ইসলাম,
  • ইফতিখার আহমেদ,
  • জামান খান,
  • তানভীর ইসলাম,
  • মোহাম্মদ রিজওয়ান,
  • সুনীল নারাইন,
  • তাওহিদ হৃদয়,
  • খুশদিল শাহ,
  • জনসন চার্লস,
  • নুর আহমেদ,
  • ম্যাথু ওয়াল্টার ফোর্ড,
  • লিটন দাস,
  • মুশফিক হাসান,
  • রিশাদ হোসেন,
  • রাকিম কর্নওয়াল,
  • ইমরুল কায়েস,
  • নাসিম শাহ,
  • রশিদ খান

আজকে আপনারা উপভোগ করতেছেন বিপিএলের শক্তিশালী দুটি দল বরিশাল বনাম কুমিল্লা লাইভ খেলা। সকল খেলা লাইভ দেখার জন্য অবশ্যই আমাদের পত্রিকার খেলা খবর নিয়মিত পড়বেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়