Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৩, ৩১ জানুয়ারি ২০২৪

সিলেট স্ট্রাইকার্স থেকে বিদায় নিলেন মাশরাফি 

সিলেট স্ট্রাইকার্সের দায়িত্ব থেকে বিদায় নিয়েছেন মাশরাফি।

সিলেট স্ট্রাইকার্সের দায়িত্ব থেকে বিদায় নিয়েছেন মাশরাফি।

বিপিএলের এবারের আসরে সবথেকে বিতর্কিত দল মাশরাফি বিন মোর্তজার নেতৃত্বাধীন সিলেট স্ট্রাইকার্স দল। গত আসরের ফাইনালিস্ট সিলেট এবার এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি কোনো ম্যাচে। এই আসরে দলের হয়ে তেমন কিছু করতে পারছেন না ম্যাশও। উপরন্তু, পায়ের জটিলতা নিয়েও খেলতে নামায় শুনতে হচ্ছে ভক্তদের সমালোচনা। এমন অবস্থায় সিলেট স্ট্রাইকার্সের দায়িত্ব থেকে বিদায় নিয়েছেন মাশরাফি।

বুধবার (৩১ জানুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে মাশরাফি জানিয়েছে, সংসদের হুইপের দায়িত্ব ও রাজনৈতিক ব্যস্ততায় এমন সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আর সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলছেন না। তার অনুপুস্থিতিতে সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন সিলেটের নেতৃত্ব দেবেন।

এবারের বিপিএলে পাঁচ ম্যাচ খেলে কোনোটিতেই জেতেনি সিলেট। এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে একটি উইকেট পেয়েছেন মাশরাফি।

চলতি দ্বাদশ জাতীয় সংসদে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মাশরাফি। এরপর তাকে দেওয়া হয় হুইপের দায়িত্ব। ৩০ জানুয়ারি সংসদ অধিবেশনের প্রথম দিনে উপস্থিত ছিলেন না সিলেট অধিনায়ক। এদিন দলটির হয়ে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামেন মাশরাফি।

তবে, এবার সংসদে যোগ দিতে সিলেট স্ট্রাইকার্স ছেড়ে যাচ্ছেন তিনি। দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাশরাফির দলের প্রতি ‘কমিটমেন্টের’ জন্য তাকে অভিবাদন জানিয়েছে সিলেট ফ্র্যাঞ্চাইজি মালিকরা। তাকে এই বিপিএলেই আবার দলে ফেরত পাওয়ার আশা তাদের। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়