Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:৫১, ৭ ফেব্রুয়ারি ২০২৪

ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন সাকিব

সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

সাকিব আল হাসান আর মাশরাফি বিন মোর্তজা কে হচ্ছেন বিসিবি সভাপতি বা তাঁরা কেউ কি বিসিবির দায়িত্বে আসতে চলেছেন? এমন গুঞ্জনই ছিল কিছুদিন আগেও। তবে, সেরকম কিছুই হয়নি। তবে, বিসিবিতে কিছু না হলেও দ্বাদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হয়েছেন তারকা ক্রিকেটার মাশরাফী বিন মর্তুজা ও সাকিব আল হাসান।

গত সোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে এই কমিটিসহ মোট ১৬টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়।

প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ নূর ই আলম চৌধুরী লিটনের প্রস্তাবে এসব কমিটি কণ্ঠ ভোটে পাস হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন গত মেয়াদে এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে আছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী/প্রতিমন্ত্রী (নাজমুল হাসান), মাশরাফী বিন মর্তুজা, শফিকুল ইসলাম, মাইনুল হোসেন খান, আব্দুস সালাম মুর্শেদী, সাকিব আল হাসান, সোলায়মান সেলিম ও মহিউদ্দীন মহারাজ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়