Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:২৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

বিসিবির ২০২৪ সালের চুক্তিতে কারা আছেন, কে নেই

নতুন চুক্তিতে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

নতুন চুক্তিতে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

২০২৪ সালের জন্য ২১ ক্রিকেটারকে কেন্দ্রীয়ভাবে চুক্তিবদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন এই জায়গা করে নিয়েছেন সময়ের আলোচিত ক্রিকেটার তালিকায় মাহমুদউল্লাহ রিয়াদ। তবে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

গত বছর বিশ্বকাপের আগে জাতীয় দলে না থাকায় কিছুটা অনিশ্চয়তার পরও এবার মাহমুদউল্লাহকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে বিশ্বকাপ ও চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) উভয় ক্ষেত্রেই তার দুর্দান্ত পারফরম্যান্স সম্ভবত তাকে চুক্তির প্রস্তাব দেয়ার সিদ্ধান্তকে প্রভাবিত করেছিল।

তামিমের বাদ পড়াটা অবশ্য অনেকটা প্রত্যাশিতই ছিল। কারণ তিনি এর আগে নতুন চুক্তিতে অন্তর্ভুক্ত না হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কার্যকরভাবে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তির ইঙ্গিত দিয়েছিলেন। গত বছর আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সমালোচনার মুখে অবসরের ঘোষণা দেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে তামিম সংক্ষিপ্ত সময়ের জন্য দলে ফিরেছেন। তবে বার বার ইনজুরির কারণে তিনি মাঠের বাইরে চলে গেছেন। গত বছর ভারতে অনুষ্ঠিত এশিয়া কাপ ও বিশ্বকাপে অনুপস্থিত ছিলেন তিনি।

বিসিবি তিন ফরমেটের জন্য পাঁচজন, ওয়ানডেতে দুইজন, ওয়ানডে ও টেস্টের জন্য একজন, টেস্টের জন্য ছয়জন, টি-টোয়েন্টি ও ওয়ানডেতে চারজন এবং টি-টোয়েন্টির জন্য তিনজনকে চুক্তিবদ্ধ করেছে।

তামিম ছাড়াও চুক্তির বাইরে রয়েছেন এবাদত হোসেন, আফিফ হোসেন ও মোসাদ্দেক হোসেন। নতুন চুক্তিতে জায়গা পেয়েছেন চার ক্রিকেটার- তৌহিদ হৃদয়, নাসুম আহমেদ, নাঈম হাসান ও তানজিম হাসান সাকিব।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়