Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৩ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

সিলেট স্ট্রাইকার্সের সামনে বড় লক্ষ্য, মুশির ফিফটি

সিলেটের হয়ে ৪ ওভারে ৪৮ রান খরচ করলেও সিলেটের পেসার তানজিম সাকিব নিয়েছেন ৩ উইকেট। ছবি- ক্রিকইনফো

সিলেটের হয়ে ৪ ওভারে ৪৮ রান খরচ করলেও সিলেটের পেসার তানজিম সাকিব নিয়েছেন ৩ উইকেট। ছবি- ক্রিকইনফো

বিপিএলের এবারের আসরের খেলা ঢাকা-সিলেট পর্ব শেষ করে এখন চলছে চট্টগ্রামের সাগড় পারে। আজ জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে বরিশালের মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স। অবশ্য, চট্টগ্রামে আজ ম্যাচ জিততে হলে সিলেটকে তাড়া করতে হবে বড় রানের লক্ষ্য। সিলেটকে করতে হবে ১৮৪ রান। 

অন্যদিকে মুশফিকুর রহিমের ব্যাট আজও জ্বলে উঠেছিল। পেয়েছেন ঝড়ো এক ফিফটি। আর তাতেই সিলেট স্ট্রাইকার্সের সামনে ১৮৪ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় বরিশাল। সিলেটের হয়ে ৪ ওভারে ৪৮ রান খরচ করলেও সিলেটের পেসার তানজিম সাকিব শিকার করেছেন ৩ উইকেট।

আগে ব্যাট করতে নামে ফরচুন বরিশাল। ইনিংসের প্রথম ডেলিভারিতেই দারুণ এক ড্রাইভে বাউন্ডারি পেয়ে যান তামিম। এরপর তিন বল ডট দিয়ে পরের বলে সিঙ্গেল নেন বরিশালের অধিনায়ক। এই ওভারে আরিফুল হক খরচ করেন ৬ রান। সিলেটের তরুণ পেসার তানজিম সাকিব বেশিক্ষণ দাপট দেখাতে দেননি আহমেদ শেহজাদকে। সহজ ক্যাচ বানান রায়ান বার্লের হাতে। ২৩ রানে ভাঙে বরিশালের উদ্বোধনী জুটি।

পাওয়ার প্লে শেষ হওয়ার আগে বিদায় ঘটে তামিম ইকবালেরও। ইনিংসের প্রথম বলে বাউন্ডারি হাঁকানো তামিম এরপর রীতিমতো ধুঁকতে থাকেন। নিজের দ্বিতীয় ওভার করতে আসা তানজিম সাকিব দ্বিতীয় শিকারে পরিণত করেন তামিমকে। লফটেড খেলতে এগিয়ে এসে বলের লাইন মিস করে বোল্ড হন তামিম। ফেরার আগে তার ব্যাট থেকে ১৯ রান আসে ১৮ বলে।

সৌম্য সরকার এদিন প্যাভিলিয়নে ফেরত যান দ্রুতই। হ্যারি টেক্টরের বলে ক্যাচ তোলার আগে ৮ বল খেলা সৌম্য ৮ রানের বেশি করতে পারেননি। দলীয় ৬৫ রানে ৩য় উইকেট হারায় ফরচুন বরিশাল। টপ অর্ডারকে দ্রুত হারানোর ধাক্কা সামলে নেন কাইল মায়ের্স ও মুশফিকুর রহিম। মায়ের্স শুরুতে দেখে-শুনে ব্যাট চালালেও থিতু হয়ে খেলেছেন দারুণ সব স্ট্রোক্স।

এবারই প্রথম বিপিএল খেলতে আসা মায়ের্স সঙ্গী হিসাবে পান অভিজ্ঞ মুশফিকুর রহিমকে। ব্যক্তিগত ৩৩ রানে অবশ্য বেনি হাওয়েলের বলে মায়ের্সের ক্যাচ মিস হয়। এরপর দলের রানের চাকায় বাড়ান গতি। তানজিম সাকিব নিজের তৃতীয় ওভার করতে এসে খরচ করেন ১৫ রান। মুশফিক-মায়ের্সের ব্যাটিং তাণ্ডবে ১৬ ওভারে বরিশালের স্কোরবোর্ডে চলে আসে ১৪৯ রান।

বিরতির পরের বলেই মায়ের্সের বিদায়। বিপিএল অভিষেকে কেবল দুই রানের জন্য মিস করেন ফিফটি। ফেরার আগে কাইল মায়ের্স ৪৮ রান করেন ৩১ বলে। এই ইনিংস খেলতে ৩ টি করে ছয় ও চার হাঁকান বরিশালের এই ক্যারিবীয় অলরাউন্ডার। সিলেটের একাদশে সুযোগ পাওয়া শফিকুল ইসলাম গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেন দলকে। ভাঙে ৪৮ বলে মুশফিক-মায়ের্সের গড়া ৮৪ রানের জুটি।

মায়ের্স খুব কাছে গিয়ে ফিফটি মিস করলেও মুশফিকুর রহিম ঠিকই ছুঁয়েছেন পঞ্চাশ। মাত্র ৩০ বলে মুশফিক ফিফটি উদযাপনে মাতেন। এটি এবারের বিপিএলে মুশফিকের তৃতীয় ফিফটি রানের ইনিংস। পঞ্চাশ ছোঁয়ার পর অবশ্য রান আউটের শিকার হন। ৩২ বলে ১৬২ স্ট্রাইক রেটে এদিন মুশির সংগ্রহে ৫২ রান। দ্রুতই দুই সেট ব্যাটারকে হারিয়ে বসে ফরচুন বরিশাল।

এরপর মাহমুদউল্লাহ রিয়াদ আর মোহাম্মদ সাইফউদ্দিন মিলে ইনিংস শেষ করে আসেন। ইনিংসের শেষ ওভারে তানজিম সাকিবের তৃতীয় শিকারে পরিণত মেহেদী হাসান মিরাজ। ৭ বলে ১৫ করে মিরাজ হন বোল্ড। ১২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ফরচুন বরিশাল পায় ১৮৩ রান।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়