Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৩ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৪, ৬ মার্চ ২০২৪

বাংলাদেশ বনাম শ্রীলংকা দ্বিতীয় টি-২০ শুরু 

ছবি- ক্রিকইনফো

ছবি- ক্রিকইনফো

ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে মাঠে নেমেছে শ্রীলংকার এবং বাংলাদেশ। এক ম্যাচ জেতা শ্রীলংকার বিপক্ষে জয়ে ফিরতে মরিয়া বাংলাদেশ। খেলার শুরুতে শ্রীলংকাও সেভাবে ধাক্কাও দিয়েছে বাংলাদেশ। তবে, সময়ের সাথে সাথে ম্যাচে ধাক্কা সামলে প্রতিরোধ গড়ে এগোচ্ছে লঙ্কানরা।

এ প্রতিবেদন খেলা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৬ ওভারে এক উইকেটে ৪৯ রান।

বুধবার (০৬ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলপতি নাজমুল হোসেন শান্ত। এতে আগে ব্যাট করছে শ্রীলংকা। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন আভিস্কা ফার্নান্দো ও কুশল মেন্ডিস। শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন তারা।

ম্যাচের দ্বিতীয় ওভারে আক্রমণে এসেই ফার্নান্দোকে নিজের ক্যাচ বানিয়েছেন তাসকিন। পরে উইকেটে আসেন কামিন্দু মেন্ডিস। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন কুশল মেন্ডিস।

কমিন্দু মেন্ডিস ২৩ ও কুশল মেন্ডিস ২৫ ব্যাটিং করছেন।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মাহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও জাকের আলী।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়