Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৩ ১৪৩২

রুমান মজুমদার

প্রকাশিত: ২৩:০১, ৭ মার্চ ২০২৪
আপডেট: ২৩:০৪, ৭ মার্চ ২০২৪

জাতীয় চ্যাম্পিয়নশীপে চট্রগ্রামকে হারালো মৌলভীবাজার

৪২ তম জাতীয় চ্যাম্পিয়নশীপে চট্রগ্রামকে হারানো মৌলভীবাজার টিম। ছবি : আই নিউজ

৪২ তম জাতীয় চ্যাম্পিয়নশীপে চট্রগ্রামকে হারানো মৌলভীবাজার টিম। ছবি : আই নিউজ

৪২ তম জাতীয় চ্যাম্পিয়নশীপে চট্রগ্রামকে ৩৩ রানে হারালো মৌলভীবাজার।

টাঙ্গাইল ভেন্যুতে ৪২তম জাতীয় চ্যাম্পিয়নশীপের ম্যাচে শক্তিশালী চট্রগ্রামের সাথে টসে জয়লাভ করে ব্যাট করতে নামে মৌলভীবাজার জেলা ক্রিকেট দল। শুরুতেই বাপ্পা ও শেহনাজের উইকেট হারিয়ে বিপদেই পড়ে যায় মৌলভীবাজার। 

তাজিদ-জাবেদের দারুণ ব্যাটিং সেই বিপর্যয় কাটিয়ে উঠতে সময় লাগেনি। দুজন মিলে ৬৫ রানের পার্টনারশিপ গড়েন। তাজিদ ব্যক্তিগত ২৬ রানে লেগ বিফোর হয়ে ফিরেন।

সজীব কে নিয়ে আবারও জাবেদ ৩৭ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ১৭ রানে সজীব আউট হলেও জাবেদ একাই লড়াই করতে থাকেন।
জয়ন্ত ১০, কাওছার ৫, ইমন ২ ও অনুপ ৫ রানে আউট হয়ে গেলে ম্যাচে ফিরে চট্রগ্রাম।

জাবেদ ৯৪ বলে ৬৩ রান করে থামেন। তিনি পয়েন্টে ক্যাচ দিয়ে ফিরলে ২০০ রান পেরোনোই কঠিন হয়ে যায় মৌলভীবাজারের। তবে সাকিবের ১৮ বলে ১৮ রানের সুবাদে দলীয় সংগ্রহ দাঁড়ায় ২০৩।

বল হাতে প্রথমেই সফলতা পায় মৌলভীবাজার। সদ্য অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলে আসা ইকবাল হাসান ইমনের সাথে বাঁহাতি স্পিনার অনুপ জুটি করে ৭ রানেই ৩ উইকেট তুলে নেন চট্রগ্রামের।

তবে শাহরিয়ার ও নাদিম মিলে ৩৩ রানের জুটি করে শুরুর বিপর্যয় কাটান। মুন্নার সাথে আবারও জুটি গড়ে ম্যাচে ফেরার চেষ্টা করেন নাদিম।
তবে মৌলভীবাজারের বোলারদের ইকোনোমি বোলিংয়ে রানের চাকা সচল রাখতে ব্যর্থ হন।

নিজের দ্বিতীয় স্পেলে বল করতে এসে দারুণ এক ইয়র্কয়ারে মুন্নাকে ৩০ রানে বোল্ড করে ম্যাচ নিজেদের দিকে ফিরিয়ে আনেন ইমন।
নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৭০ রানে থামে চট্রগ্রামের ইনিংস।

৯০ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন নাদিম।

মৌলভীবাজারের ইমন ৩০ রানে ৩ টি, সাকিব ও অনুপ ২২ রানে ২ টি করে উইকেট লাভ করেন।

৩৩ রানে ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডের আশা জিইয়ে রাখলো মৌলভীবাজার জেলা ক্রিকেট দল।

আগামী ১০ মার্চ শক্তিশালী রংপুরের সাথে মাঠে নামবে মৌলভীবাজার।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়