Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৩ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৭, ৯ মার্চ ২০২৪

সিরিজ জিততে বাংলাদেশের প্রয়োজন ১৭৫ রান

আজ ৩৫ বলে ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন মেন্ডিস। ছবি- সংগৃহীত

আজ ৩৫ বলে ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন মেন্ডিস। ছবি- সংগৃহীত

তিন ম্যাচ টি-২০ সিরিজের শেষ ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ এবং শ্রীলংকা। তবে, দুই দলই এক ম্যাচ করে জিতেছে। সিরিজ জিততে দুই দলেরই আজ জয় প্রয়োজন। এমন দিনে বাংলাদেশের সামনে ১৭৫ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলংকা। 

শনিবার (০৯ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৭৪ রান সংগ্রহ করেছে শ্রীলংকা।

খেলার শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত। বল হাতে শুরুতেই সাফল্য পান তাসকিন আহমেদ। তার বলে ব্যক্তিগত ৮ রানে আউট হন ধনঞ্জয় ডি সিলভা। কামিন্দু মেন্ডিস ১২ রানের বেশি করতে পারেননি।

এদিকে ব্যাটিং অর্ডারে উপরে নামলেও ১৫ রানে সাজঘরে ফেরেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। চারিথ আসালঙ্কা করেন ৩ রান। একপ্রান্তে সতীর্থরা আসা যাওয়ার মাঝে থাকলেও অন্যপ্রান্তে দলকে একাই টেনে নিতে থাকেন ওপেনার কুশল মেন্ডিস।

৩৫ বলে ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন মেন্ডিস। তাসকিনের বলে আউট হওয়ার আগে ৫৫ বলে ক্যারিয়ার সেরা ৮৬ রানের ইনিংস খেলেন তিনি। শেষদিকে ১৮ রানের ক্যামিও খেলেন দাসুন শানাকা।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়