Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৩ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:০১, ১৪ মার্চ ২০২৪
আপডেট: ১৬:০৮, ১৪ মার্চ ২০২৪

বাচ্চা প্রসব করতে গিয়ে মারা গেলেন সাফ জয়ী ফুটবলার রাজিয়া খাতুন

সাফ জয়ী প্রয়াত নারী ফুটবলার রাজিয়া খাতুন।

সাফ জয়ী প্রয়াত নারী ফুটবলার রাজিয়া খাতুন।

বাংলাদেশের হয়ে সাফ চ্যাম্পিয়ন দলের সাথে একসময় খেলেছেন দেশের নারী ফুটবলার রাজিয়া খাতুন। বয়সভিত্তিক ফুটবলের পাশাপাশি ছিলেন বাফুফে ক্যাম্পেও। সবশেষ ধারাবাহিক ছিলেন ঘরোয়া ফুটবল লীগে। কিন্তু, বৃহস্পতিবার ভোরে সন্তান প্রসব করতে গিয়ে মারা গেছেন এই নারী ফুটবলার। 

রাজিয়া খাতুনের সতীর্থ ফুটবলার ও ফুটবলসংশ্লিষ্টরা বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ফুটবলসংশ্লিষ্ট বিভিন্ন মাধ্যমে জানা গেছে, গতকাল রাতে রাজিয়া সন্তান প্রসব করেন। সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণ হয় তার। সেই রক্তক্ষরণেই প্রাণ হারিয়েছেন রাজিয়া। রাজিয়ার মৃত্যুতে দেশের ফুটবলে নেমে এসেছে গভীর শোক। 

বাংলাদেশ নারী ফুটবল দলের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন গোলাম রব্বানী ছোটন। তাই রাজিয়াকে খুব কাছ থেকেই চেনেন ছোটন, ‘২০১৭ সালে থাইল্যান্ডে এএফসি অ-১৬ চ্যাম্পিয়নশীপের মূল পর্বে রাজিয়া খেলেছিল। পরের বছর সাফ অ-১৮ ভূটানের চ্যাম্পিয়ন দলেও ছিল। সিনিয়র দলে ক্যাম্পও করেছে কিছু দিন। পারফরম্যান্স অবনতির জন্য ২০১৯ সালের দিকে ক্যাম্প থেকে বাদ পড়ে।’

এদিকে রাজিয়ার আকস্মিক মৃত্যুতে খুবই ব্যথিত ফুটবলার সানজিদা আক্তার। বর্তমানে ভার্তের মাঠে থাকা সানজিদা ব্যথিত কন্ঠে বলেন, ‘আমাদের ক্যারিয়ার একই সময়েই শুরু মূলত। ক্যাম্প থেকে বাদ পড়ার পর ও লিগ খেলেছে এবং পরবর্তীতে বিয়ে করেছে। বাচ্চা হওয়ার মুহূর্তে ও মারা গেছে শুনে খুবই খারাপ লাগছে। আমরা একজন বন্ধু হারালাম।’

বাংলাদেশের নারী ফুটবলের প্রেক্ষাপটে বাফুফের ক্যাম্প থেকে বাদ পড়ার পর আবার ফিরে আসা কঠিন। লিগ অনিয়মিত এবং এত দিন ফিটনেস ধরে রাখাও কষ্ট। ক্যাম্প থেকে বাদ পড়ার পরেও ফুটবলের সঙ্গে ছিল। এফসি ব্রাহ্মণবাড়িয়া ও কাচারীপড়া দুই দলে গত দুই লিগ খেলেছিলেন রাজিয়া। এফসি ব্রাহ্মণবাড়িয়া দলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন জুবায়ের বলেন, ‘এক মৌসুম আগের লীগে আমাদের দলে খেলেছে রাজিয়া। সাতক্ষীরায় তার বাড়ি। আমাদের সাবেক খেলোয়াড়ের প্রসবকালীন মৃত্যুতে আমরা খুবই ব্যথিত।’

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়