Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৩ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:০৫, ১৮ মার্চ ২০২৪

বাংলাদেশ-শ্রীলঙ্কার সিরিজ বাঁচানোর ম্যাচ শুরু 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

তিন ম্যাচ ওয়ান ডে সিরিজের দুই ম্যাচ শেষ হয়ে গেছে। এক ম্যাচ এক ম্যাচ করে জিতেছে দুই দলই। বাংলাদেশ আর শ্রীলঙ্কার আজকের ম্যাচটি তাই দুই দলেরই সিরিজ বাঁচানোর ম্যাচ। যেখানে আজকের ম্যাচের শুরুতেই দুই লঙ্কান ওপেনারকে ফিরিয়েছেন তাসকিন আহমেদ। তবে সেই ধাক্কা সামলে মেন্ডিস-সাদিরা জুটিতে প্রতিরোধ গড়ার চেষ্টা করছে সফরকারীরা। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলংকান দলপতি কুশল মেন্ডিস। দলটির হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন আভিস্কা ফার্নান্দো ও পাথুম নিশাঙ্কা। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই এ জুটিতে আঘাত হানেন তাসকিন আহমেদ।

ম্যাচের দ্বিতীয় ওভারে নিশাঙ্কাকে লেগ বিফরের ফাঁদে (এলবিডব্লিউ) ফেলেন তাসকিন। পরে জোরালো আবেদনে বাংলাদেশের আবেদনে সাড়া দেন ফিল্ড আম্পায়ার কোটেলব্রো। এতে ১ রানে সাজঘরের পথ ধরতে হয় নিশাঙ্কাকে।

পরে ক্রিজে আসেন শ্রীলংকান দলপতি কুশল মেন্ডিস। তাকে সঙ্গ দেওয়ার আগেই উইকেট বিলিয়ে দেন ফার্নান্দো। তাসকিনের পেসে পরাস্ত হয়ে উইকেটের পেছনে মুশফিককে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। আউট হওয়ার আগে ৪ রান করেন লঙ্কান এ ওপেনার।

এরপর বাইশ গজে আসেন সাদিরা সামারাবিক্রমা। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন মেন্ডিস। এখন মেন্ডিস ১৭ ও ১১ রানে ব্যাটিং করছেন সাদিরা।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়