Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৩ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১৬:৩১, ২২ মার্চ ২০২৪
আপডেট: ২০:৪৩, ২২ মার্চ ২০২৪

CSK Vs RCB Live | চেন্নাই বনাম বেঙ্গালুরু লাইভ স্কোর

আপনি কি আজকের CSK Vs RCB Live আইপিএল খেলা উপভোগ করতে চাচ্ছেন তাহলে আপনার জন্য আমাদের এই প্রতিবেদনটি একদম উপযুক্ত। চলুন আমরা এখন সরাসরি লাইভ স্কোর উপভোগ করে নেই চেন্নাই বনাম বেঙ্গালুরু।

বলা হয়ে থাকে আইপিএলে যা আছে গোটা ক্রিকেট বিশ্বকাপে নেই। আর থাকবেই না কেন এখানে অর্থের কোন অভাব নেই কোন খেলোয়াড়ের অভাব নেই। রয়েছে সকল জমকানো আয়োজন এবং পারফরম্যান্সের খেলোয়ারেরা। শুধুমাত্র নিচের স্টারকে কেনা হয়েছে ২৪ কোটি রুপি ঊর্ধ্বে। এছাড়াও আরো অন্যান্য খেলোয়াড়দের কে কেন হয়েছে প্রায় কয়েক কোটি রুপি করে। বিশ্বের বড় বড় ক্রিকেট তারকারাও চেয়ে থাকে এই আইপিএলে অংশগ্রহণ করার জন্য। শুধুমাত্র টাকার স্বার্থে নয় এখানে জমকালো সকল আয়োজন এবং নিজেদের পারফরম্যান্স তুলে ধরার দারুন একটি সুযোগ পায়।

প্রতি বছর এই খেলার আয়োজন করা হয়। আর প্রতিবারের মতো এবারও আয়োজন করা হয়েছে ২০২৪ সালে। এবারের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে চেন্নাই শহরে আর এখানে পারফরম্যান্স করবে প্রথমে সে চেন্নাই বনাম ব্যাঙ্গালোর চলুন এখন আমরা এই প্রতিবেদন থেকে দেখে নেই উক্ত বিষয়টি।

Chennai Vs Bengaluru Live Score

খেলা অনুষ্ঠিত হওয়া মাত্রই আপনাদেরকে লাইভ স্কোর আপডেট দেওয়া হবে। কোন দল কত রান সংগ্রহ করছে এবং কে বোলিং করছে যাবতীয় সকল তথ্যগুলো দেওয়া হবে এই প্রতিবেদনে। আসুন এখন আমরা এখান থেকে দেখে নেই লাইভ।

চেন্নাই সুপার কিংস স্কোয়াড ২০২৪

  • সিমারজিৎ সিং,
  • শেখ রশিদ
  • মিচেল স্যান্টনার
  • তুষার দেশপান্ডে,
  • আজিঙ্কা রাহানে,
  • শিভম দুবে,
  • মঈন আলী,
  • ডেভন কনওয়ে,
  • প্রশান্ত সোলাঙ্কি,
  • ড্যারিল মিচেল,
  • সামির রিজভী,
  • রুতুরাজ গায়কোয়াড়,
  • রবীন্দ্র জাদেজা,
  • মহেন্দ্র সিং ধোনি
  • দীপক চাহার,
  • রাজবর্ধন হাঙ্গারগেকার,
  • অজয় মন্ডল,
  • মাহেশ থিকশানা,
  • মাথিশা পাথিরানা,
  • মুকেশ বরুণ,
  • নিশান্ত সিন্ধু,
  • শার্দুল ঠাকুর,
  • মুকেশ চৌধুরি,
  • রাচিন রবীন্দ্র,
  • মুস্তাফিজুর রহমান,
  • আভানিশ রাও

ব্যাঙ্গালুরু আইপিএল স্কোয়াড ২০২৪

  • ফাফ ডু প্লেসি (অধিনায়ক),
  • লকি ফার্গুসন,
  • স্বপ্নীল সিং,
  • সৌরভ চৌহান
  • বিরাট কোহলি,
  • গ্লেন ম্যাক্সওয়েল,
  • মোহম্মদ সিরাজ,
  • সূয়াশ প্রভুদেশাই,
  • কার্ন শর্মা,
  • মায়াঙ্ক ডাগার,
  • দীনেশ কার্তিক,
  • অনুজ রাওয়াত,
  • মাহিপাল লমরোর,
  • টম কারান,
  • রাজন কুমার,
  • হিমাংশু শর্মা
  • মনোজ ভান্ডাগে,
  • রজত পাতিদার,
  • রিস টপলি,
  • উইল জ্যাকস,
  • বিশাখ বিজয়কুমার,
  • আকাশ দীপ,
  • ইয়াশ দয়াল,
  • আলজারি জোসেফ,

RCB 20/0(2.1)

এখানে আপনারা দেখলেন চেন্নাই বনাম বেঙ্গালুরু লাইভ স্কোর। এরকম আরো অন্যান্য সকল খেলা ভালো দেখতে হলে আমাদের খেলা খবর ক্যাটাগরি পড়বেন। এখানে শেয়ার করা হয়ে থাকে সকল খেলার লাইভগুলো।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়