Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৩ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১৭:৪২, ২৫ মার্চ ২০২৪
আপডেট: ২১:৪৯, ২৫ মার্চ ২০২৪

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম পাঞ্জাব কিংস

আইপিএলের ষষ্ঠ ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম পাঞ্জাব কিংস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর যারা আজকের‌ RCB Vs KXIP Live আগ্রহী কারা অবশ্যই এখান থেকে দেখে নিবেন।

শুরু থেকেই এবারে ২০২৪ সালের আইপিএল জমে উঠেছে। পারফরম্যান্সের দিক থেকে অনেক দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে প্রথম দিনের ম্যাচ এবং দ্বিতীয় দিনের ম্যাচ আরো বেশি জমে উঠেছিল। তবে আজকেও জমে উঠবে কারণ পাঞ্জাব বনাম রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আজকে। যদি আপনারা আজকের এই খেলা সরাসরি দেখতে আগ্রহী হন, তাহলে আই নিউজের সঙ্গে থাকুন। কেননা আই নিউজে যে সরাসরি সম্প্রচার করা হচ্ছে এবারের আইপিএলের সকল স্কোর আপডেট গুলো। আপনারা যারা এটি দেখতে আগ্রহী অপেক্ষা করুন এবং নির্দিষ্ট সময়ের পর দেখে নিন স্কোর। অনেকেই আবার এই খেলার পরিসংখ্যান সম্পর্কে জানতে আগ্রহী। চলুন এখন আমরা নিজে থেকে এর পরিসংখ্যান দেখে নেই।

KXIP: 176/6 (20)

পাঞ্জাব কিংস বনাম রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু লাইভ ম্যাচ

এ দুটি দলের মধ্যে যে কয়টি খেলা অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে বেশ হাড্ডাহাড্ডি পাড়ায় হয়েছে। তবে সবচেয়ে বেশি ভালো পারফরম্যান্স করেছে রয়েল চ্যালেঞ্জার। যার কারণে তাদের জয়ের সম্ভাবনা রয়েছে অনেক বেশি। কিন্তু এবার দুই দলেরা বেশ শক্তিশালী। চলেন তাহলে আমরা নিচ থেকে দেখে নেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম পাঞ্জাব কিংস এ দুটি দলে কারা কারা পারফরমেন্স করছে তাদের তালিকা।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু স্কোয়াড

  • ফাফ ডু প্লেসি (অধিনায়ক),
  • সৌরভ চৌহান
  • বিরাট কোহলি,
  • গ্লেন ম্যাক্সওয়েল,
  • মোহম্মদ সিরাজ,
  • সূয়াশ প্রভুদেশাই,
  • কার্ন শর্মা,
  • মায়াঙ্ক ডাগার,
  • দীনেশ কার্তিক,
  • লকি ফার্গুসন,
  • স্বপ্নীল সিং,
  • অনুজ রাওয়াত,
  • মাহিপাল লমরোর,
  • টম কারান,
  • রাজন কুমার,
  • হিমাংশু শর্মা
  • মনোজ ভান্ডাগে,
  • রজত পাতিদার,
  • রিস টপলি,
  • উইল জ্যাকস,
  • বিশাখ বিজয়কুমার,
  • আকাশ দীপ,
  • ইয়াশ দয়াল,
  • আলজারি জোসেফ,

পাঞ্জাব কিংস স্কোয়াড

ডেভিড ওয়ার্নার
বাম হাতি ব্যাটসম্যান

যশ ধুল
ডান হাতি ব্যাটসম্যান

অক্ষর প্যাটেল
বাম হাতি ব্যাটসম্যান • অফ স্পিন বাম হাতি বোলার

পৃথ্বী শ
ডান হাতি ব্যাটসম্যান

স্বস্তিক চিকারা
ডান হাতি ব্যাটসম্যান

জেক ফ্রাসের-ম্যাকগুর্ক
ডান হাতি ব্যাটসম্যান • লেগ স্পিন ডান হাতি বোলার

ললিত যাদব
ডান হাতি ব্যাটসম্যান • অফ স্পিন ডান হাতি বোলার

মিচেল মার্শ
ডান হাতি ব্যাটসম্যান • মিডিয়াম পেস ডান হাতি বোলার

অবিশেক পোড়েল
বাম হাতি ব্যাটসম্যান

কুমার কুশাগ্রা
ডান হাতি ব্যাটসম্যান

রিকি ভুই
ডান হাতি ব্যাটসম্যান

রিশাভ প্যান্ট
বাম হাতি ব্যাটসম্যান

শাই হোপ
ডান হাতি ব্যাটসম্যান

সুমিত কুমার
ডান হাতি ব্যাটসম্যান • মিডিয়াম ফাস্ট ডান হাতি বোলার

ট্রিস্টান স্টাবস
ডান হাতি ব্যাটসম্যান

আনরিক নর্তিয়ে
ফাস্ট ডান হাতি বোলার

ইশান্ত শর্মা
ফাস্ট মিডিয়াম ডান হাতি বোলার

ঝিয়ে রিচার্ডসন
ফাস্ট ডান হাতি বোলার

খালিল আহমেদ

কুলদীপ যাদব
লেগ স্পিন বাম হাতি বোলার

ভিকি অস্তওয়াল
অফ স্পিন বাম হাতি বোলার

মুকেশ কুমার
ফাস্ট মিডিয়াম ডান হাতি বোলার

প্রবীণ দুবে
লেগ স্পিন ডান হাতি বোলার

রাসিখ সালাম
মিডিয়াম পেস ডান হাতি বোলার

এ প্রতিবেদনে আপনারা লাইভ দেখতে পারলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম পাঞ্জাব কিংস। আগামী সকল ম্যাচের লাইভ দেখার জন্য অবশ্যই আপনারা আমাদের পত্রিকা পড়বেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়