Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৫ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১৬:২২, ২৮ মার্চ ২০২৪
আপডেট: ২১:১২, ২৮ মার্চ ২০২৪

দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস লাইভ স্কোর

আইপিএলের আয়োজনে আজকে অনুষ্ঠিত হচ্ছে দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস। আর খেলাটির লাইভ স্কোর দেওয়া হচ্ছে আমাদের এই পত্রিকাতে। যে সকল দর্শকরা এই খেলা দেখতে আগ্রহী তারা নিচে থেকে খেলা উপভোগ করে নেবেন খুব সহজেই। DC vs RR Live দেখবো এখান থেকে এখন আমরা।

RR: 88/3(13)

এবারের আইপিএল খেলাটি শুরু থেকেই প্রথমে জমে উঠেছে। দুর্দান্তভাবে রান সংগ্রহ করছে একেক দল। বিশেষ করে গতকালকে গুজরাটে পারফরমেন্স দেখেছে তা দেখার মত। কেননা তারা মোট রান সংগ্রহ করেছে ২৭৭ রান মুম্বাই ইন্ডিয়ান্স এর বিপরীতে। নাজেহাল করে দিয়েছে বোলারদেরকে। অন্যদিকে ১১ বছরের রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ রান করেছে আইপিএলের ইতিহাসে। অর্থাৎ আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রহ করা হয়েছে গতকালকে। তবে আজকের এই খেলায় কেমন পারফরম্যান্স করবে উভয় দল সেটে দেখার অপেক্ষায়। আজকের এই ম্যাচে যে জয়লাভ করতে পারবে সে পয়েন্ট টেবিল থেকে অনেকটা এগিয়ে থাকবে। আসুন আজকের এই খেলার সংক্রান্ত আরো তথ্যগুলো জেনে নেই। কেননা উভয় দলের আজকের দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। যার মধ্যে দিল্লি প্রথম ম্যাচে হেরে গিয়েছে অন্যদিকে রাজস্থান প্রথম ম্যাচে জয়লাভ করেছে। সে ক্ষেত্রে দিল্লিকে অবশ্যই ভালো পারফরম্যান্স করতে হবে আজকে এই ম্যাচে। যদি তারা আজকের এই ম্যাচে হেরে যায় তাহলে পয়েন্ট টেবিলের নিচের দিকে চলে যাবে তারা। সুতরাং আজকের এই ম্যাচটি হবে তুলনামূলকভাবে আরো জমকালো।

দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস লাইভ স্কোর

এখন এই প্রতিবেদন থেকে একজন দর্শক খেলাটি সরাসরি সম্প্রচার উপভোগ করতে পারবেন। প্রথম ম্যাচে দিল্লি হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে যেমন পারফরম্যান্স করবে সেটি দেখার অপেক্ষায় রয়েছে দিল্লি ভক্তরা। সেটি প্রমাণ হবে আজকে। তবে অন্যদিকে রাজস্থানে একটি ম্যাচে জয়লাভ করেছে অর্থাৎ পূর্বের একটি ম্যাচে তাদের জয় নিশ্চিত করে নিয়েছে। যার কারণে অনেকটাই এগিয়ে রয়েছে রাজস্থান। তবে আজকের এই পারফরম্যান্স কেমনটা করতে পারবে তারা সেটি এখন দেখবে বিশ্ববাসী। কোন দলকে মনে ভালো করবে অনেকটা নির্ভর করে ওই দলের খেলোয়াড়দের তালিকার ওপর। নিচে উভয় দলের খেলোয়ারদের তালিকা এবং অন্যান্য বিষয়গুলো তুলে ধরা হলো। যাতে করে এই প্রতিবেদন থেকে একজন দর্শক ধারণা পেতে পারেন কোন দলে কে নামবে এবং দল কতটা শক্তিশালী সে বিষয় সম্পর্কে।

দিল্লি ক্যাপিটালস স্কোয়াড ২০২৪

দিল্লি ক্যাপিটালস স্কোয়াড

স্বস্তিক চিকারা
ডান হাতি ব্যাটসম্যান

যশ ধুল
ডান হাতি ব্যাটসম্যান

অক্ষর প্যাটেল
বাম হাতি ব্যাটসম্যান • অফ স্পিন বাম হাতি বোলার

ডেভিড ওয়ার্নার
বাম হাতি ব্যাটসম্যান

পৃথ্বী শ
ডান হাতি ব্যাটসম্যান

জেক ফ্রাসের-ম্যাকগুর্ক
ডান হাতি ব্যাটসম্যান • লেগ স্পিন ডান হাতি বোলার

ললিত যাদব
ডান হাতি ব্যাটসম্যান • অফ স্পিন ডান হাতি বোলার

মিচেল মার্শ
ডান হাতি ব্যাটসম্যান • মিডিয়াম পেস ডান হাতি বোলার

কুমার কুশাগ্রা
ডান হাতি ব্যাটসম্যান

রিকি ভুই
ডান হাতি ব্যাটসম্যান

রিশাভ প্যান্ট
বাম হাতি ব্যাটসম্যান

শাই হোপ
ডান হাতি ব্যাটসম্যান

অবিশেক পোড়েল
বাম হাতি ব্যাটসম্যান

সুমিত কুমার
ডান হাতি ব্যাটসম্যান • মিডিয়াম ফাস্ট ডান হাতি বোলার

ট্রিস্টান স্টাবস
ডান হাতি ব্যাটসম্যান

আনরিক নর্তিয়ে
ফাস্ট ডান হাতি বোলার

ইশান্ত শর্মা
ফাস্ট মিডিয়াম ডান হাতি বোলার

ঝিয়ে রিচার্ডসন
ফাস্ট ডান হাতি বোলার

খালিল আহমেদ


রাসিখ সালাম
মিডিয়াম পেস ডান হাতি বোলার

কুলদীপ যাদব
লেগ স্পিন বাম হাতি বোলার

মুকেশ কুমার
ফাস্ট মিডিয়াম ডান হাতি বোলার

প্রবীণ দুবে
লেগ স্পিন ডান হাতি বোলার

ভিকি অস্তওয়াল
অফ স্পিন বাম হাতি বোলার

রাজস্থান রয়্যালস স্কোয়াড ২০২৪

সিমরন হেটমায়ের
বাম হাতি ব্যাটসম্যান

শুভম বদ্রিপ্রসাদ দুবে
বাম হাতি ব্যাটসম্যান

ধ্রুব জুরেল
ডান হাতি ব্যাটসম্যান

যশস্বী জয়সওয়াল
বাম হাতি ব্যাটসম্যান

কুণাল সিং রাঠোর
বাম হাতি ব্যাটসম্যান

রবিচন্দ্রন অশ্বিন
ডান হাতি ব্যাটসম্যান • অফ স্পিন ডান হাতি বোলার

রিয়ান পরাগ
ডান হাতি ব্যাটসম্যান • লেগ স্পিন ডান হাতি বোলার

রোভম্যান পাওয়েল
ডান হাতি ব্যাটসম্যান • মিডিয়াম ফাস্ট ডান হাতি বোলার

ডোনোভান ফেরেইরা
ডান হাতি ব্যাটসম্যান

জস বাটলার
ডান হাতি ব্যাটসম্যান

অ্যাডাম জাম্পা
লেগ স্পিন ডান হাতি বোলার

সঞ্জু স্যামসন
ডান হাতি ব্যাটসম্যান

টম কোহ্‌লার-কাডমোর
ডান হাতি ব্যাটসম্যান

আবিদ মোশতাক
বাম হাতি ব্যাটসম্যান • অফ স্পিন বাম হাতি বোলার

তনুষ কোটিয়ান
অফ স্পিন ডান হাতি বোলার

আবেশ খান
মিডিয়াম ফাস্ট ডান হাতি বোলার

কুলদীপ সেন
ফাস্ট ডান হাতি বোলার

নান্দ্রে বার্গার
মিডিয়াম ফাস্ট বাম হাতি বোলার

ইউজভেন্দ্র চাহাল
লেগ স্পিন ডান হাতি বোলার

নভদিপ সাইনি
ফাস্ট ডান হাতি বোলার

সন্দীপ শর্মা
মিডিয়াম পেস ডান হাতি বোলার

ট্রেন্ট বোল্ট
ফাস্ট মিডিয়াম বাম হাতি বোলার

এখানে সরাসরি উপভোগ করছেন দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস লাইভ স্কোর। আরো আইপিএলে বিভিন্ন ধরনের ম্যাচ গুলো দেখতে এবং আইপিএল খবর গুলো জানতে অবশ্যই আমাদের আই নিউজের আপডেটের সঙ্গে থাকবেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়