Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৭ ১৪৩১

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:২৪, ১ মে ২০২৪

চেন্নাইর হয়ে আজ শেষ ম্যাচ খেলবেন মুস্তাফিজ

চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সিতে মুস্তাফিজুর রহমান।

চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সিতে মুস্তাফিজুর রহমান।

চলতি বছরের আইপিএলে একমাত্র বাঙালী ক্রিকেটার হিসেবে আইপিএল খেলেছেন মুস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচে চার উইকেটথেকে আলোচনার ছিলেন সবশেষ ম্যাচ পর্যন্ত। প্রায় প্রত্যেক ম্যাচেই পেয়েছেন উইকেট। অর্জন করেছেন আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারীর পার্পল ক্যাপও। আজ ধনীর চেন্নাইর হয়ে শেষ ম্যাচ খেলতে নামবেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। 

এবছর আইপিএলে মুস্তাফিজের প্রাপ্তি ছিল অনেক। সেইসঙ্গে হয়েছে ছোটবেলার মুস্তাফিজের স্বপ্নপূরণও। যে ধনীর সঙ্গে চেন্নাইর হয়ে খেলার স্বপ্ন দেখেছিলেন এক সময় সেই চেন্নাইর হয়ে মাঠ দাপিয়েছেন এবার ধনীর সঙ্গেই। 

চলমান আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে শুরুটা দুর্দান্ত হয়েছিল মুস্তাফিজুর রহমানের। তবে শেষ কয়েক ম্যাচে ছন্দপতন হয়েছে তার। যদিও এখন পর্যন্ত ৭ ম্যাচে ১২ উইকেট নিয়ে পার্পল ক্যাপ জয়ের দৌড়ে আছেন এ টাইগার পেসার।

এবারের আইপিএলে মুস্তাফিজের সুযোগ পাওয়াটাই ছিল এক চমকপ্রদ ঘটনা। কয়েক বছর ধরে অফফর্মে থাকা এই পেস বোলার আইপিএল নিলামে জায়গা করে নিলেও তাকে কেউ কিনবে কি না এই নিয়ে সন্দিহান ছিল সবাই। তবে সবাইকে অবাক করে ঠিকই চেন্নাই দলে জায়গা করে নেন তিনি।


চেন্নাই দলে জায়গা পাওয়ার পরেও কয় ম্যাচ খেলতে পারবেন তা নিয়েও সন্দেহ দেখা দেয়। তবে চেন্নাই টিম ম্যানেজমেন্ট ফিজের ওপর ভরসা রেখে ঠিকই তাকে প্রথম ম্যাচ থেকেই তাকে খেলায়। টিম ম্যানেজমেন্টের সেই ভরসার প্রতিদানও ঠিকই দিয়েছেন টাইগারদের এই কাটার মাস্টার।

যদিও টানা কয়েক ম্যাচে বাজে পারফরম্যান্সের পরও তার ওপর ভরসা রাখছে চেন্নাই। প্রমাণ হিসেবে বলা যায়, তাকে নিয়ে নিজেদের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে আইপিএলের সর্বোচ্চ শিরোপাজয়ীরা।

সেখানে ক্যাপশনে কাটার মাস্টারের নতুন নাম দিয়েছে ফ্রাঞ্চাইজিটি। সেখানে মুস্তাফিজকে ‘বাংলা লায়ন’ বা বাংলার সিংহ বলে আখ্যায়িত করেছে চেন্নাই।

চেন্নাইয়ের জার্সিতে আইপিএলের শুরু থেকেই খেলার স্বপ্ন দেখতেন মুস্তাফিজ। অবশেষে এবারের আসরে তার সেই স্বপ্ন পূরণ হয়েছে তার। তিনি বলেন, ‘এটা চেন্নাইয়ের হয়ে আমার প্রথমবার খেলতে আসা। ২০১৬ সালে আইপিএলে আমার অভিষেক হয়, তবে সবসময় স্বপ্ন ছিল এই ফ্র্যাঞ্চাইজির (চেন্নাই) হয়ে খেলা। যখন চেন্নাই টিম ম্যানেজমেন্টের কল আসে, এরপর থেকে সারারাত আর ঘুম আসতেছিল না। একরকম উত্তেজনা কাজ করছিল।’

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়