Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৭ ১৪৩১

ইমরান আল মামুন

প্রকাশিত: ০৯:০২, ৩ মে ২০২৪
আপডেট: ২০:১৫, ৩ মে ২০২৪

মুম্বাই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স লাইভ

আইপিএলের আজকের খেলা অনুষ্ঠিত হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স লাইভ। Mi Vs Kkr Live দেখার জন্য অপেক্ষা করুন এবং দেখে নিন লাইভ। কেননা এই খেলাটি শুরু হবে আজকে রাত ৮টা থেকে।

কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স 

আজকে ম্যাচটি উত্তেজনাময়ভাবে এই খেলাটি অনুষ্ঠিত হবে। যারা খেলাটি দেখতে আগ্রহী তারা এখান থেকে সরাসরি লাইভ উপভোগ করার সুযোগ পাচ্ছেন। তবে লাইভ খেলা দেখার পূর্বে আমরা সংক্ষিপ্ত দুই দলের পরিসংখ্যান সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। তবে আমরা জানবো পূর্ববর্তী পারফরম্যান্স সম্পর্কে। অর্থাৎ এই আইপিএলের আগের আইপিএল গুলোতে একে অপরের বিপক্ষে যে ম্যাচগুলো খেলেছে তার মধ্যে কাদের পারফরমেন্স ভালো ছিল সেটি।

 Mi: 22/2(2.2)

পূর্ববর্তী ম্যাচগুলোতে একে অপরের বিপক্ষে যতগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে বেশি ভালো পারফরমেন্স ‌করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। কলকাতা অনেক ভালো পারফরমেন্স করেছে। তুলনামূলকভাবে এগিয়ে মুম্বাই। আবার যদি ২০২৪ সালের আইপিএল পয়েন্ট টেবিল দেখে সেখানে অনেক ভালো করেছে এই কলকাতা নাইট রাইডার্স। কারণ তারা পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান জায়গা দখল করে রেখেছে। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স একটি ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিলের নিচে ধাপে রয়েছে।

মুম্বাই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স লাইভ

তবে এই খেলার পরিসংখ্যান যেকোনো সময় পাল্টে যেতে পারে। আপনারা যারা এই খেলাটি দেখতে আগ্রহী তারা অবশ্যই আজকে নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করুন। কেননা খেলা শুরু হওয়া মাত্র এখানে স্কোরবোর্ড চালু হবে। এখান থেকে একজন দর্শক সরাসরি লাইভ খেলা উপভোগ করতে পারবেন। 

বাংলাদেশের মাই জিপি অ্যাপ, টফি অ্যাপ, ‌টি স্পোর্টস অ্যাপে খেলা দেখতে পারবেন। যদি অফিসিয়াল ভাবে লাইভ ভিডিও আকারে খেলা দেখতে চান তাহলে সে ক্ষেত্রে অবশ্যই হটস্টার অ্যাপের মাধ্যমে খেলা দেখতে পারেন। নিচে থেকে আমরা খেলোয়াড়দের তালিকা দেখে নেই। কেননা একটি দল কতটা ভালো পারফরমেন্স করবে তা নির্ভর করে ওই দলের খেলোয়াড়দের উপর।

মুম্বাই ইন্ডিয়ান্স খেলোয়াড়দের তালিকা 

রোহিত শর্মা
ডান হাতি ব্যাটসম্যান

হার্দিক পাণ্ড্য
ডান হাতি ব্যাটসম্যান • মিডিয়াম ফাস্ট ডান হাতি বোলার

রাহুল তেবাটিয়া
বাম হাতি ব্যাটসম্যান • লেগ স্পিন ডান হাতি বোলার

ডিওয়াল্ড ব্রেভিস
ডান হাতি ব্যাটসম্যান • লেগ স্পিন ডান হাতি বোলার

জেরাল্ড কোয়েটজি
ডান হাতি ব্যাটসম্যান • ফাস্ট ডান হাতি বোলার

মোহাম্মাদ নবী
ডান হাতি ব্যাটসম্যান • অফ স্পিন ডান হাতি বোলার

নামান ধীর
অফ স্পিন ডান হাতি বোলার

বিষ্ণু বিনোদ
ডান হাতি ব্যাটসম্যান

নেহাল বাধেরা
বাম হাতি ব্যাটসম্যান • লেগ স্পিন ডান হাতি বোলার

রোমারিও শেফার্ড
ডান হাতি ব্যাটসম্যান • মিডিয়াম ফাস্ট ডান হাতি বোলার

শামস মুলানি
বাম হাতি ব্যাটসম্যান • অফ স্পিন বাম হাতি বোলার

শিভালিক শর্মা
বাম হাতি ব্যাটসম্যান

সূর্যকুমার যাদব
ডান হাতি ব্যাটসম্যান

ঈশান কিষাণ
বাম হাতি ব্যাটসম্যান

আকাশ মাধওয়াল
মিডিয়াম ফাস্ট ডান হাতি বোলার

তিলক বর্মা
বাম হাতি ব্যাটসম্যান

লুক উড
ফাস্ট মিডিয়াম বাম হাতি বোলার

টিম ডেভিড
ডান হাতি ব্যাটসম্যান

কোয়েনা মাফাকা
মিডিয়াম পেস বাম হাতি বোলার

আনশুল কামবোজ
ডান হাতি ব্যাটসম্যান • মিডিয়াম পেস ডান হাতি বোলার

অর্জুন তেন্ডুলকর
মিডিয়াম ফাস্ট বাম হাতি বোলার

কুমার কার্তিকেয়া
অফ স্পিন বাম হাতি বোলার

দিলশান মাদুশঙ্কা
ফাস্ট মিডিয়াম বাম হাতি বোলার

পীযূষ চাওলা
লেগ স্পিন ডান হাতি বোলার

জেসন বেহরেনডোর্ফ
ফাস্ট মিডিয়াম বাম হাতি বোলার

জসপ্রীত বুমরাহ
ফাস্ট ডান হাতি বোলার

নুয়ান থুশারা
মিডিয়াম ফাস্ট ডান হাতি বোলার

কলকাতা নাইট রাইডার্স খেলোয়াড়দের তালিকা 

রিঙ্কু সিংহ
বাম হাতি ব্যাটসম্যান

অঙ্গকৃষ্ণ রঘুবংশী
ডান হাতি ব্যাটসম্যান

মনিশ পান্ডে
ডান হাতি ব্যাটসম্যান

শেরফান রাদারফোর্ড
বাম হাতি ব্যাটসম্যান

নিতিশ রানা
বাম হাতি ব্যাটসম্যান

শ্রেয়াস আইয়ার
ডান হাতি ব্যাটসম্যান

আন্দ্রে রাসেল
ডান হাতি ব্যাটসম্যান • ফাস্ট ডান হাতি বোলার

অনুকূল রায়
বাম হাতি ব্যাটসম্যান • অফ স্পিন বাম হাতি বোলার

রমনদীপ সিং
ডান হাতি ব্যাটসম্যান

ভেঙ্কটেশ আইয়ার
বাম হাতি ব্যাটসম্যান • মিডিয়াম পেস ডান হাতি বোলার

শ্রীকার ভরত
ডান হাতি ব্যাটসম্যান

ফিল সল্ট
ডান হাতি ব্যাটসম্যান

রহমানুল্লাহ গুরবাজ
ডান হাতি ব্যাটসম্যান

মিচেল স্টার্ক
ফাস্ট বাম হাতি বোলার

আল্লাহ গাজানফার
অফ স্পিন ডান হাতি বোলার

সাকিব হুসেন
মিডিয়াম পেস ডান হাতি বোলার

চেতন সাকারিয়া
মিডিয়াম ফাস্ট বাম হাতি বোলার

হর্ষিত রানা
মিডিয়াম ফাস্ট ডান হাতি বোলার

মুজিব উর রহমান
অফ স্পিন ডান হাতি বোলার

বৈভব অরোরা
ফাস্ট মিডিয়াম ডান হাতি বোলার

সুইয়াশ শর্মা
লেগ স্পিন ডান হাতি বোলার

সুনীল নারাইন
বাম হাতি ব্যাটসম্যান • অফ স্পিন ডান হাতি বোলার

দুষ্মন্ত চামিরা
ফাস্ট ডান হাতি বোলার

বরুণ চক্রবর্তী
লেগ স্পিন ডান হাতি বোলার

দর্শকরা এখান থেকে দেখলেন মুম্বাই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স লাইভ। এরকম আরো অন্যান্য আইপিএলের ম্যাচগুলো দেখতে হলে অবশ্যই আমাদের খেলা খবর পড়বেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়