স্পোর্টস ডেস্ক
আপডেট: ১৯:৪৬, ১ জুন ২০২৪
ভারতের বিপক্ষে আজ রাতে মাঠে নামছে বাংলাদেশ

ছবি- সংগৃহীত
বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের সুযোগ ছিল নিজেদের ঝালিয়ে নেওয়ার। তবে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের অভিজ্ঞতা ছিল শোচনীয়। তিন ম্যাচের দুটিতেই বাংলাদেশ হেরেছে লজ্জাজনকভাবে। বিশ্বকাপের আগে আজ সবশেষ প্রস্তুতি ম্যাচ খেলতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
শনিবার (০১ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি মাঠে শুরু হবে ভারতের বিপক্ষে আজকের ম্যাচ। এই ম্যাচটিই এখন সাকিব-শান্ত-লিটনদের বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়ার শেষ সুযোগ।
ওই ম্যাচে যে একাদশ নিয়ে খেলবে বাংলাদেশ একই একাদশ নিয়ে বিশ্বকাপে নামতে পারে বাংলাদেশ। মূলত যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-২০ সিরিজের শেষ ম্যাচের একাদশ হতে পারে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ও বিশ্বকাপের একাদশ। শুধু বোলিং বিভাগে একটু এদিক-ওদিক হতে পারে।
টপ অর্ডারের ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা কাটেনি দলের। যে কারণে টপ অর্ডার ব্যাটার দিয়ে ভারী করা হতে পারে লাইন আপ। সৌম্য সরকার ও তানজিদ তামিম ওপেনিং করতে পারেন। ডান ও বাঁ-হাতি সমন্বয়ের কারণে লিটন দাসকে তিনে খেলানো হতে পারে। সেক্ষেত্রে অধিনায়ক নাজমুল শান্ত ব্যাটিং করবেন চারে। ওই চার জনের ব্যাটিংয়ের ওপর নির্ভর করে সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়ের ব্যাটিং অর্ডার এদিক-ওদিক হতে পারে।
লিটনকে একাদশে জায়গা করে দিতে লোয়ার অর্ডারে ফিনিশার পজিশনে আশা দেওয়া জাকের আলী একাদশের বাইরে থাকতে পারেন। পেসার তাসকিন আহমেদ প্রস্তুতি ম্যাচে খেলবেন না। তবে মূল ম্যাচে তাকে একাদশে পাওয়ার জোরালো সম্ভাবনা আছে। এছাড়া কন্ডিশন বিবেচনায় দু-একটা ম্যাচে তিন স্পিনার নিয়ে খেলতে পারে বাংলাদেশ।
ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের সম্ভাব্য একাদশ
সৌম্য সরকার, তানজিদ তামিম, লিটন দাস, নাজমুল শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব ও শরিফুল ইসলাম।
আই নিউজ/এইচএ
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা