Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ০৮:৫৭, ২ জুন ২০২৪

যুক্তরাষ্ট্র বনাম কানাডা লাইভ স্কোর

আজ থেকে অনুষ্ঠিত হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪। আর আজকে মাঠে পারফরম্যান্স করবে যুক্তরাষ্ট্র বনাম কানাডা লাইভ। যে সকল দর্শকরা USA Vs Canada Live খেলা দেখতে আগ্রহী হচ্ছেন তারা এখান থেকে দেখে নিতে পারেন। 

প্রতিবারের মতো এবারও আয়োজন করা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪। আর এখানে সর্বমোট ২০টি দল অংশগ্রহণ করছে খেলার জন্য। পারফরম্যান্স করতে দেখা যাবে বাংলাদেশ সহ আরো অন্যান্য শক্তিশালী দলগুলোকে‌। আর আজকে অনুষ্ঠিত হচ্ছে এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচ। যেখানে পারফরম্যান্স করবে মার্কিন যুক্তরাষ্ট্র আর কানাডা। শক্তিশালী এই দুটি দল খেলবে এক অপরের বিপক্ষে বাংলাদেশ সময় অনুসারে রাত আটটা থেকে। আমাদের এই পত্রিকায় দেখা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সকল ম্যাচের লাইভ। এবারে যে দুটি করছে তারা উভয়েই শক্তিশালী। অর্থাৎ তাতে গ্রুপের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র কানাডা। যারা আজকের এই পারফরম্যান্স দেখতে আগ্রহী তারা অবশ্যই আমাদের এই প্রতিবেদন থেকে দেখতে পারেন। যদি দুই দলের সমীকরণ হিসাব করা হয় তাহলে টি-টোয়েন্টি ম্যাচে দুজন সমান সমান। অর্থাৎ পরিসংখ্যানের ৫০ শতাংশ ৫০ শতাংশ জয় হাড়ের সম্ভাবনা রয়েছে। তবে এই সমীকরণ যে কোন সময় পাল্টে যেতে পারে। 

তাই অবশ্যই আপনাকে খেলা দেখতে হবে। কিভাবে খেলা দেখবেন এবং অন্যান্য বিষয়গুলো জানবেন তা জানতে হলে আমাদের প্রতিবেদন শেষ পর্যন্ত পড়ুন।

যুক্তরাষ্ট্র বনাম কানাডা লাইভ স্কোর 

সারা পৃথিবী জুড়ে যতগুলো জনপ্রিয় খেলা রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ক্রিকেট। আর এই খেলা বিশেষ করে টি-টোয়েন্টি ম্যাচ দেখার আকর্ষণ থাকে অনেকের বেশি। এই খেলা কিভাবে দেখবেন সে বিষয়টি জানার আগ্রহ থেকে অনেকের। মূলত বিভিন্ন স্পোর্টস চ্যানেলগুলোতে সরাসরি লাইভ দেখানো হয়ে থাকে। এছাড়া আপনারা দেখতে পারবেন বিভিন্ন ধরনের স্পোর্টস অ্যাপসগুলোতে। 

বাংলাদেশ থেকে আপনারা যদি খেলা দেখতে চান তাহলে দেখতে পারেন টফি অ্যাপ এবং টি স্পোর্টসঅ্যাপ। এছাড়াও আমাদের এই পত্রিকায় প্রত্যেক বলে বলে এবং ওভারে আপডেট দেওয়া হয়ে থাকে।

যুক্তরাষ্ট্রের খেলোয়াড়দের তালিকা 

  • স্টিভেন টেলর
  • এলবিডব্লিউ বোঃ কালীম সানা
  • মোনানক প্যাটেল
  • আন্দ্রিস গোউস
  • সৌরভ নেত্রভালকর · 
  • আলী খান
  • অ্যারন জোন্স ·
  • নীতিশ কুমার · 
  • কোরে অ্যান্ডারসন · 
  • হরমীত সিং বাঁধন · 
  • শ্যাডলি ভ্যান শালকউইক · 
  • জেসি সিং · 

কানাডার খেলোয়ারদের তালিকা 

  • অ্যারন জনসন
  • নবনিত ধালিওয়াল
  • পারগাত সিং
  • নিকোলাস কার্টন
  • শ্রেয়াস মোভা
  • দিলপ্রীত বাজওয়া
  • ডিলন হেইলিগার
  • সাদ বিন জাফর 
  • নিখিল দত্ত · 
  • কালীম সানা · 
  • জেরেমি গর্ডন

আপনারা দেখলেন যুক্তরাষ্ট্র বনাম কানাডা লাইভ স্কোর খেলা। এরকম আরো অন্যান্য মেসেজ লাইভ স্কোর গুলো দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন। কারণ আমাদের পত্রিকায় তুলে ধরা হয়ে থাকে সকল খেলার লাইভ স্কোর গুলো।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়