Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ০৫:৫২, ৩ জুন ২০২৪

নামিবিয়া বনাম ওমান লাইভ স্কোর

টি-টোয়েন্টির বিশ্বকাপের আজকের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে ‌নামিবিয়া বনাম ওমান লাইভ। বাংলাদেশ সময় অনুসারে সকাল ছয়টা ত্রিশ মিনিট থেকে এই খেলা সরাসরি সম্প্রচার করা হবে আই নিউজে।

গতকালকে থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪। ইতিমধ্যে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গিয়েছে। অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় ম্যাচ আজকে। আর এই ম্যাচে পারফরম্যান্স করছে ওমান এবং নামিবিয়া নামের দুটি দেশ। যদিও টি-টোয়েন্টির দিক থেকে এদের র‍্যাংকিং ১০ এর পরে তবুও ২০ দলের মধ্যে জায়গা দখল করে রেখেছে। একে অপরের জন্য শক্তিশালী এই দল দুটি। আমরা লাইভ খেলা দেখার পূর্বে জানবো এই দুই দলের পরিসংখ্যান সম্পর্কে। কেননা পরিসংখ্যান জানা থাকলে খেলার সমীকরণ অনেকটা নির্ধারণ করা যায় পূর্বে থেকেই। চলুন এখন আমরা নিচে থেকে এই সমীকরণ দেখে নেই।

যদি আমরা পূর্ববর্তী ম্যাচের সমীকরণ দেখে একে অপরের বিপক্ষে। এছাড়াও যদি দিবেন না স্কোর হিসাব এবং নির্ধারণ করা হয়। তাহলে তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে নামিবিয়া। কারণ একে অপরের বিপক্ষে যতগুলো ম্যাচ খেলেছে তার মধ্যে জয়লাভ করার সংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে এই দেশের। অন্যদিকে অমান্য ভাল পারফরম্যান্স করছে বিগত ম্যাচগুলো থেকে। যেকোন সময় এই খেলার সমীকরণ পাল্টে যেতে পারে। আজকের ম্যাচেও জয়লাভ করতে পারে ওমান। আর আজকের ম্যাচ দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন।

নামিবিয়া বনাম ওমান লাইভ স্কোর 

যে সকল দর্শকরা আজকের এই খেলা দেখার জন্য অপেক্ষা করতেছেন তারা অবশ্যই আই নিউজ থেকে সরাসরি সম্প্রচার দেখে নেবেন। কেননা এই খেলা বাংলাদেশের কোনো টিভিতে দেখাচ্ছে না বর্তমান সময়ে। তাই আপনারা যারা আজকের ম্যাচ দেখতে চাচ্ছেন তারা এখান থেকে সরাসরি সম্প্রচার দেখে নিতে পারেন। আপনাদের জন্যই আমরা হাজির হয়েছি এ সকল আপডেট স্কোর নিয়ে। 

এখানে দেখতে পারবেন প্রত্যেক বলে বলে আপডেট স্কোর গুলো। যদি আজকের ম্যাচটি সম্পূর্ণভাবে উপভোগ করতে চান তাহলে অবশ্যই এখান থেকে দেখে নেবেন। এখন আমরা এই খেলা সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ সকল তথ্য ও বিষয়গুলো দেখে নেব।

নামিবিয়া খেলোয়াড়দের তালিকা

মালান ক্রুগার
ডান হাতি ব্যাটসম্যান

মাইকেল ফন লিঙ্গেন
বাম হাতি ব্যাটসম্যান

নিকো ডেভিন
ডান হাতি ব্যাটসম্যান

ডেভিড ভিসা
ডান হাতি ব্যাটসম্যান • মিডিয়াম ফাস্ট ডান হাতি বোলার

ডিলান লেইচের
ডান হাতি ব্যাটসম্যান • মিডিয়াম পেস ডান হাতি বোলার

রুবেন ট্রাম্পেলম্যান
ফাস্ট বাম হাতি বোলার

গেরহার্ড এরাসমুস
ডান হাতি ব্যাটসম্যান • অফ স্পিন ডান হাতি বোলার

জান ফ্রাইলিঙ্ক
বাম হাতি ব্যাটসম্যান • ফাস্ট মিডিয়াম বাম হাতি বোলার

জেজে স্মিত
ডান হাতি ব্যাটসম্যান • মিডিয়াম ফাস্ট বাম হাতি বোলার

জে পি কোটজে
বাম হাতি ব্যাটসম্যান

জেন গ্রিন
বাম হাতি ব্যাটসম্যান

বেন শিকোঙ্গো
মিডিয়াম ফাস্ট ডান হাতি বোলার

বার্নার্ড সোলজ
অফ স্পিন বাম হাতি বোলার

জ্যাক ব্রাসেল
মিডিয়াম পেস ডান হাতি বোলার

পিটার-ড্যানিয়েল ব্লিগনট
অফ স্পিন বাম হাতি বোলার

তানজেনি লুঙ্গামেনি
মিডিয়াম পেস বাম হাতি বোলার

ওমান খেলোয়াড়দের তালিকা 

যতীন্দার সিং
ডান হাতি ব্যাটসম্যান

কাশ্যপ কুমার হরিশভাই
ডান হাতি ব্যাটসম্যান

খালিদ কাইল
ডান হাতি ব্যাটসম্যান

শোয়েব খান
ডান হাতি ব্যাটসম্যান

অকিব ইলিয়াস
ডান হাতি ব্যাটসম্যান • অফ স্পিন ডান হাতি বোলার

আয়ান খান
বাম হাতি ব্যাটসম্যান • অফ স্পিন বাম হাতি বোলার

মেহরান খান
মিডিয়াম ফাস্ট ডান হাতি বোলার

মোহাম্মদ নাদীম
ডান হাতি ব্যাটসম্যান • মিডিয়াম ফাস্ট ডান হাতি বোলার

জিসান মাকসুদ
বাম হাতি ব্যাটসম্যান • অফ স্পিন বাম হাতি বোলার

নাসীম খুশি
ডান হাতি ব্যাটসম্যান

প্রতিক আথাভ্যাল
ডান হাতি ব্যাটসম্যান

বিলাল খান
ফাস্ট মিডিয়াম বাম হাতি বোলার

ফায়াজ বাট
মিডিয়াম ফাস্ট ডান হাতি বোলার

জে ওদেদ্রা
অফ স্পিন ডান হাতি বোলার

কালীমুল্লাহ
মিডিয়াম পেস ডান হাতি বোলার

রফিউল্লাহ এম
মিডিয়াম পেস ডান হাতি বোলার

সামে শ্রীবাস্তব
লেগ স্পিন ডান হাতি বোলার

শাকিল আহমেদ
অফ স্পিন বাম হাতি বোলার

সুফিয়ান মেহমুদ
মিডিয়াম পেস ডান হাতি বোলার

একটি দল কতটা ভালো পারফরম্যান্স করতে পারবে তা নির্ভর করে ওই দলের স্কোয়াড এর উপর। এই স্কোয়াডে কে কে রয়েছে তা জানতে হলে আপনারা উপরের তালিকা থেকে দেখে নিন। নামিবিয়া বনাম ওমান লাইভ ছাড়াও আরো অন্যান্য ম্যাচের লাইভ দেখতে হলে আমাদের পত্রিকা পড়ুন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়