স্পোর্টস ডেস্ক
টেস্ট ক্রিকেট পাকিস্তানকে বাংলাওয়াশ দিল বাংলাদেশ
ছবি- সংগৃহীত
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের ঘরের মাটিতে প্রথম টেস্ট ম্যাচের বিজেতা সফররত বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেও বাংলাদেশি ক্রিকেটারদের কাছে ধরাশায়ী পাকিস্তান। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে টানা দুই টেস্টে হারিয়ে সিরিজ জিতে বাংলাওয়াশ দিলেন লিটন-মিরাজ-মুশফিকরা। যাকে আখ্যা দেওয়া যায় বিদেশের মাটিতে সেরা অর্জন হিসেবেও!
রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চার উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছায় টাইগাররা। নিজেদের দুই ইনিংসে যথাক্রমে ২৭৪ ও ১৭২ রান করেছিল পাকিস্তান। বাংলাদেশের প্রথম ইনিংসের পুঁজি ছিল ২৬২।
একই ভেন্যুতে প্রথম ম্যাচ ১০ উইকেটে জিতেছিল টাইগাররা। ফলে সিরিজ জয়ের পাশাপাশি মেন ইন গ্রিনদের হোয়াইটওয়াশের লজ্জাও উপহার দিয়েছে লাল-সবুজরা। বিদেশের মাটিতে সর্বসাকুল্যে মাত্র তৃতীয় টেস্ট সিরিজ জিতল বাংলাদেশ। তবে শক্তির বিচারে এটাই সবচেয়ে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে বিদেশের মাটিতে টাইগারদের সিরিজ জয়ের অর্জন।
চতুর্থ দিন শেষে বিনা উইকেটে ৪২ রান করেছিল বাংলাদেশ। পঞ্চম দিন সকালে দুই ওপেনারকে ফিরিয়ে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিল পাকিস্তান। জাকির হাসান ৪০ ও সাদমান ইসলাম ২৪ রানে ফেরেন। তবে তৃতীয় উইকেটে ৫৭ রান যোগ করে ম্যাচ বাংলাদেশের হাতের নাগালেই রাখেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক।
লাঞ্চের পর অল্প সময়ের ব্যবধানে শান্ত ও মুমিনুল দুজনেই আউট হলে ম্যাচে কিছুটা উত্তেজনা ফিরে আসে। তবে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান মিলে স্বাগতিকদের আর কোনো সুযোগ দেননি। অবিচ্ছিন্ন ৩২ রানের জুটি গড়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন দুই অভিজ্ঞ ব্যাটার। মুশফিক ২২ ও সাকিব ২১ রানে অপরাজিত থাকেন।
পাকিস্তানের বিপক্ষে এ নিয়ে দ্বিতীয়বারের মতো টেস্ট ম্যাচ জিতল বাংলাদেশ। প্রথমটি এসেছিল চলতি সিরিজেই। এর আগে প্রতিবারই হার অথবা ড্র নিয়ে মাঠ ছেরেছিল টাইগাররা। বাংলাদেশের পরবর্তী সিরিজ ভারতের বিপক্ষে। চলতি মাসেই ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দেশটিতে যাবে নাজমুল হোসেন শান্তর দল।
আই নিউজ/এইচএ
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা