Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ২ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৫, ১ অক্টোবর ২০২৪
আপডেট: ১৫:২৩, ১ অক্টোবর ২০২৪

ভারত টেস্টে ৭ উইকেটে হারল বাংলাদেশ 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

প্রথম টেস্টে ভারতের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে ভালো ব্যাটিংয়ের আশা দেখিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের অধিনায়কের সেই কথার বিপরীতে গিয়ে আবারো সেই ব্যাটিং ব্যর্থতার উদাহরণ হয়ে রইল কানপুর টেস্ট। বৃষ্টিতে দুইদিন ভেসে যাওয়া ম্যাচে স্বাগতিকদের কাছে ৭ উইকেটে হারল সফরকারীরা। দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।  

বাংলাদেশের প্রথম ইনিংসে ২৩৩ রানের জবাবে ভারত ৯ উইকেটে ২৮৫ রানে ইনিংস ঘোষণা করে । ৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে অতিথিরা দুই উইকেটে ২৬ রান রান তুলে পঞ্চম দিন শুরু করে। ব্যাটারদের ব্যর্থতায় দলটি মাত্র ১৪৬ রানে অলআউট হয়। মাত্র ৯৫ রানের জয়ের লক্ষ্যটা টিম ইন্ডিয়া ১৭. ওভারেই ৩ উইকেট হারিয়ে স্পর্শ করে।  

মেহেদী হাসান মিরাজের ফ্লাইটেড ডেলিভারিতে সুইপ শট খেলেছিলেন রোহিত শর্মা। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে দারুণ ক্যাচ নেন হাসান মাহমুদ। তাতে ৮ রানে থামে ভারতীয় অধিনায়কের ইনিংস। এরপর লেগবিফোরে কাটা পড়ে ৬ রানে ফেরেন শুভমান গিল। 

বাকি কাজটা অনায়াসেই সেরে ফেলেন যশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলি। তৃতীয় উইকেটে তারা ৫৮ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছে নিয়ে যান। ফিফটি পাওয়া জয়সওয়াল ৫১ রানে তাইজুল ইসলামের বলে সাকিব আল হাসানের তালুবন্দি হন। কোহলি ২৯ ও রিশভ পান্ট ৪ রানে অপরাজিত ছিলেন। 

মঙ্গলবার (০১ অক্টোবর) পঞ্চম দিনের শুরুতেই অশ্বিনের লেগ স্টাম্পের বাইরের বলে অহেতুক সুইপ শট খেলতে যান ২ রান করা মুমিনুল। লেগ স্লিপে থাকা লোকেশ রাহুল বল তালুবন্দি করেন। টাইগারদের প্রথম ইনিংসে তিনি ১০৭ রানে অপরাজিত ছিলেন। 

অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে চতুর্থ উইকেটে ৫৫ রানের জুটি গড়েন সাদমান। এরপর ব্যক্তিগত ১৯ রানে শান্ত আউট হন। ভারতের মাটিতে বাংলাদেশি ওপেনার হিসেবে এক ইনিংসে ব্যক্তিগত সর্বাধিক রানের রেকর্ড গড়া সাদমান ইসলাম ১০১ বলে ১০ চারে ৫০ রানের ইনিংস খেলেন সাদমান। এরপর মনোযোগ হারিয়ে আকাশদীপের বলে জয়সওয়ালের তালুবন্দি হন। খানিক পর মাত্র এক রান করে জাদেজার বলে রিশভ পান্টের গ্লাভসবন্দি হন লিটন দাস। 

সম্ভাব্য শেষ টেস্ট খেলতে নামা সাকিব আল হাসান রানের খাতা না খুলেই আউট হন। জাদেজার বলে ড্রাইভ করতে গিয়েও শেষ মুহূর্তে নিজেকে সামলাতে চেষ্টা করেন সাকিব। ক্লিপ শটে বোলারের হাতে ফিরতি ক্যাচ দিয়ে তাকে ফিরতে হয়। বুমরাহর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ৯ রান করা মিরাজ, রানের খাতা না খুলে এলবিডব্লিউ হন তাইজুল। শেষ ব্যাটার হিসেবে তার বলে বোল্ড হওয়ার আগে ৩৭ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম। শেষ ব্যাটার খালেদ আহমেদ ৫ রানে অপরাজিত থাকেন।

ভারতের পক্ষে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা জাসপ্রিত বুমরাহর শিকার ৩ উইকেট। আকাশদীপ ঝুলিতে চরেন এক উইকেট।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়