Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ২ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:০৪, ২ অক্টোবর ২০২৪

উয়েফা লিগ : ২ গোলে পিএসজিকে হারাল আর্সেনাল 

ছবি- GETTY IMAGES

ছবি- GETTY IMAGES

উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে জয় পাওয়ার পর পরের ম্যাচেই হারের মুখ দেখলো পিএসজি। মঙ্গলবার (০১ অক্টোবর) দিবাগত রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল তাদের হারিয়ে দিয়েছে ২-০ গোলে। অন্যদিকে প্রথম ম্যাচে আটালান্টার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করা আর্সেনাল এবার তুলে নিলো পূর্ণ ৩ পয়েন্ট।

এদিন ঘরের মাঠে ২০ মিনিটেই এগিয়ে যায় গার্নার্সরা। এ সময় বক্সের বাম দিক থেকে ক্রসে ভেতরে বল বাড়িয়ে দেন লিয়েন্দ্রো ট্রসার্ড। সেটাতে হেড নিয়ে জালে জড়ান কাই হাভার্টজ।

৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বুকায়ো সাকা। এ সময়  ফ্রি কিক পায় তারা। ফ্রি কিক থেকে সাকার নেওয়া শট সবাইকে ফাঁকি দিয়ে জালে প্রবেশ করে।

বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। অবশ্য জেতার জন্য আর কোনো গোলের প্রয়োজনও হয়নি আর্সেনালের।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়