Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ২ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:২৪, ৩১ অক্টোবর ২০২৪

দেশে ফিরেছেন সাফজয়ী নারী ফুটবলাররা 

সাফজয়ী নারী ফুটবল দলের কয়েকজন সদস্য। ছবি- সংগৃহীত

সাফজয়ী নারী ফুটবল দলের কয়েকজন সদস্য। ছবি- সংগৃহীত

টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে দেশে ফিরলেন সাফজয়ী নারী ফুটবলাররা। বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার ট্রফি জয়ের গৌরব অর্জন করে বাংলাদেশ নারী ফুটবল দল।

নারী ফুটবলে ২০২২ সালে যেখানে রচিত হয়েছিল নতুন গল্প। এবার নেপালের সেই দশরথ রঙ্গশালা স্টেডিয়ামেই ফের গল্পের নতুন অধ্যায় লিখল বাংলাদেশের মেয়েরা। নেপালে জালে বাংলাদেশের পক্ষে গোল করেন মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা।

গতবারের ধারাবাহিকতায় এবারেও চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে বিশেষ ছাদ খোলা বাসের সংবর্ধনা। জানা গেছে, নেপাল থেকে দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকায় এসে পৌঁছেছে বাংলাদেশ দল। আগে থেকে ছাদখোলা বাসটি বিমানবন্দরে নিয়ে আসা হয়।

এই বাসে করেই বাফুফেতে আসবেন সাবিনারা। সেখানে তাদের সঙ্গে দেখা করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। রাতেই সাফজয়ী নারীদের মুঠোফোনে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়