মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৮:০৮, ১৯ আগস্ট ২০২১
বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

বঙ্গবন্ধুর সহচর বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকীতে গুজারাইয়ে তার নিজ গৃহ প্রাঙ্গনে স্মৃতিচারণ ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকল ১১ টায় কবর জিয়ারত ও শ্রদ্ধাজলি প্রদানের পর আজিজুর রহমানের জীবনী নিয়ে লেখা "জীবনপাঠ" গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
"জীবনপাঠ" গ্রন্থের মোড়ক উন্মোচন
এসময় ছয় জন শিক্ষার্থীকে এককালীন পাঁচ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান ও ১০০ জন অসহায় মানুষের মধ্যে খাদ্য সহায়তা দেয়া হয়।
বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ফাউন্ডেশনের আহবায়ক মৌলভীবাজার সাবেক জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌরসভা মেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আজমল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকবর আলী, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার শোয়েবসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
অসহায়দের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
এসময় প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ফাউন্ডেশনকে ১ লাখ টাকা অনুদান প্রদান করার ঘোষণা দেন।
এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দরা মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন।
আইনিউজ/কামরুল হাসান শাওন
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’