মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে গ্যাস সংকটের সমাধান, বুধবার থেকে ফিলিং স্টেশন চালু
![](https://www.eyenews.news/media/imgAll/2021April/GAS-Moulvibazar-2207270227.jpg)
মৌলভীবাজারে জেলা প্রশাসকের উদ্যোগ ও হস্তক্ষেপে গ্যাস সংকট সমস্যার সমাধান হয়েছে। বুধবার (২৭ জুলাই) থেকে বন্ধ সকল গ্যাস সরবরাহকারী ফিলিং স্টেশন চালু হবে। এছাড়া অতিরিক্ত ভাড়া নেবে না সিএনজি চালিত অটোরিকশা। অবৈধভাবে বিদ্যুৎ চালিত টমটম ও রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (২৬ জুলাই) রাত ৮টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউসের মুনহলে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উল্লেখিত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
জালালাবাদ গ্যাস লিমিটেড এবং স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা যায়- গ্যাস বিক্রির নির্ধারিত বরাদ্দের পরিমাণ শেষ হয়ে ওভারলোডেড হয়ে পড়ায় মৌলভীবাজারের তিনটি সিএনজি ফিলিং স্টেশন বন্ধ করা হয়।
জালালাবাদ গ্যাস লিমিটেডের নির্দেশ অনুযায়ী গত ১৮ জুলাই থেকে এই ফিলিং স্টেশনগুলো বন্ধ করে দেন স্ব-স্ব মালিকগণ। এগুলো হলো মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় অবস্থিত মেসার্স সাজ্জাদুর রহমান ফিলিং স্টেশন, মাতারকাপন এলাকায় অবস্থিত এমএস ফিলিং স্টেশন এবং রাজনগরে ফেঞ্চুগঞ্জ সড়কে কলেজ পয়েন্টে অবস্থিত ডেল্টা ফিলিং স্টেশন। এই তিনটি সিএনজি ফিলিং স্টেশন বন্ধ হয়ে যাওয়ায মৌলভীবােজারে তী্ব্র জ্বালানি সংকটে পড়ে গ্যাস চালিত পরিবহনগুলো। ভাড়া বাড়িযে দেয় সিএনজি চালিত অটোরিকশা ও টমটম। চরম জনভোগান্তি দেখা দেয়।
এই অবস্থায় মঙ্গলবার (২৬ জুলাই) জরুরি সভা ডাকেন জেলা প্রশাসন। সভায় উপস্থিত জালালাবাদ গ্যাস লিমিটেড এবং সিএনজি ফিলিং স্টেশন মালিকদের বক্তব্য শোনে তাৎক্ষণিক সমস্যার সমাধান করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
সভায় সিদ্ধান্ত হয়- বন্ধ হওয়া তিনটি সিএনজি স্টেশন নির্ধারিত ৩১ জুলাইয়ের (রোববার) পরিবর্তে তাঁদের মাসিক সাইকেল শুরু হবে বুধবার (২৭ জুলাই) থেকে। ফলে জেলা প্রশাসকের হস্তক্ষেপে বুধবার থেকে খুলছে এসব গ্যাস ফিলিং স্টেশনগুলো।
এদিকে বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ প্রতিশ্রুতি দেন- সিএনজি চালিত অটোরিকশায় অতিরিক্ত ভাড়া নেওয়া হবে না। ব্যাটারি চালিত ইজিবাইক-অটোরিক্সা বন্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া বিদ্যুৎ সাশ্রয়ে নিয়মিত মোবাইল কোর্টসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান জেলা প্রশাসক। বিদ্যুৎ লোডশেডিংয়ে প্রকৃত শিডিউল দেওয়ারও নি্র্দেশনা দেন জেলা প্রশাসক।
সভায় আলোচনায় অংশগ্রহণ করেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান, উপজেলা নির্বাহি কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধন, জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড, আঞ্চলিক বিতরণ কার্যালয়, মৌলভীবাজারের উপ মহাব্যবস্থাপক এম আওলাদ হোসেন, দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি আবু সুফিয়ান, মেসার্স সাজ্জাদুর রহমান ফিলিং স্টেশনের চেয়ারম্যান ইফতেখার আহমদ, বিটিভির জেলা প্রতিনিধি এবং আই নিউজের সম্পাদক হাসানত কামাল প্রমুখ।এছাড়াও বিভিন্ন সিএনজি স্টেশন মালিকগণ, সিএনজি চালিত অটোরিকশা মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ, বিআরটিএ কর্মকর্তা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্মকর্তারা আলোচনায় অংশগ্রহণ করেন।
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’