সাজু মারছিয়াং, শ্রীমঙ্গল
রাজীব নূরের ওপর হামলার প্রতিবাদে আদিবাসী ছাত্র সংগঠনের প্রতিবাদ
![জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানানো হয় জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানানো হয়](https://www.eyenews.news/media/imgAll/2021April/সাংবাদিক-রাজীব-নুরের-ওপর-হামলায়-আক্রমণের-প্রতিবাদ-eyenews-2209131000.jpg)
জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানানো হয়
হবিগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রাজীব নূরসহ চার সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় প্রতিবাদ সমাবেশ করেছে আদিবাসী ছাত্র ও যুব সংগঠনগুলো।
সোমবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে দোষী ব্যক্তিদের শাস্তির দাবি করেন বক্তারা।
ভূপর্যটক ও ভ্রমণকাহিনি লেখক রামনাথ বিশ্বাসের বাড়ি দখলের ঘটনায় তথ্য সংগ্রহ করতে গিয়ে গতকাল গত রোববার (১১ সেপ্টেম্বর) হামলার শিকার হন সাংবাদিক রাজীব নূর ও তাঁর সহকর্মীরা। হামলায় আহত অন্য সাংবাদিকেরা হলেন কালের কণ্ঠের বানিয়াচং প্রতিনিধি মোশাহেদ মিয়া, স্থানীয় সাংবাদিক তৌহিদ মিয়া ও আলমগীর রেজা।
এদিকে ঢাকায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে সূচনা বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সতেজ চাকমা বলেন, আদিবাসীদের ওপর সংঘটিত অবিচারের বিরুদ্ধে এবং আদিবাসীদের পক্ষে যাঁরা সরব আছেন, তাঁদের মধ্যে অন্যতম হচ্ছেন রাজীব নূর। দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যেসব অনাচার সংঘটিত হয়ে আসছে, সেই অনাচারের বিরুদ্ধে রাজীব নূর একজন অন্যতম কলমযোদ্ধা।’
বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক টনি ম্যাথিউ চিরান বলেন, ‘হবিগঞ্জের বানিয়াচংয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রাজীব নূর ও তাঁর সহকর্মীদের ওপর যে হামলা হয়েছে, সেই হামলার তীব্র নিন্দা জানাই। এ হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। পুলিশ প্রশাসনের ওপর জোর দাবি জানাতে চাই, এক দিন পার হওয়ার পরও ওয়াহেদ গংদের পুলিশ প্রশাসন গ্রেপ্তার করতে সক্ষম হয়নি।
সংহতি বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিপুন ত্রিপুরা বলেন, জনপ্রতিনিধি জানে, প্রশাসন জানে কীভাবে রামনাথ বিশ্বাসের বাড়ি বেদখল হয়েছে, কারা করেছে। তারপরও তারা নীরব কেন?
বিক্ষোভ সমাবেশের সঞ্চালনা করেন আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক অলিক মৃ। তাঁর বক্তব্যে তিনি বলেন, ‘আমরা প্রায় সময় দেখি, যাঁরা সমাজ ও রাষ্ট্রের ক্রান্তিকালে অন্যায়গুলো সামনে নিয়ে আসেন, সেই সাংবাদিকদের ওপর বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে হামলা হচ্ছে, নিপীড়ন হচ্ছে। এসব ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ার ফলে একের পর এক হামলা হচ্ছে। এসব ঘটনার সুষ্ঠু বিচার করতে হবে।’
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের দপ্তর সম্পাদক মনিরা ত্রিপুরা। তিনি রামনাথ বিশ্বাসের দখলকৃত বাড়ি উদ্ধার এবং সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
আইনিউজ/এইচএ
দেখুন আইনিউজের ইউটিউব চ্যানেলে দারুণ সব ভিডিও
নৌযান বানিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন ছোট কিশোর হাকিমুল
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ
বিস্ময় ছোট বালিকা দেয়ালিকা চৌধুরী বলতে পারে ১৯৫ দেশের রাজধানীর নাম
শেখ রাসেলকে নিয়ে লেখা কবিতা- `বিশ্বমানব হতেই তবে` ।। তাওফিকা মুজাহিদ ।। আবৃত্তি
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’