নিজস্ব প্রতিবেদক
ধর্মঘটে সিলেটে চলছে না গাড়ি, জনদুর্ভোগের সৃষ্টি
![ধর্মঘট কর্মসূচি প্রত্যাহারের জন্য প্রশাসন অনুরোধ জানালেও তা প্রত্যাখ্যান করেন শ্রমিক নেতারা ধর্মঘট কর্মসূচি প্রত্যাহারের জন্য প্রশাসন অনুরোধ জানালেও তা প্রত্যাখ্যান করেন শ্রমিক নেতারা](https://www.eyenews.news/media/imgAll/2021April/সিলেটে-পরিবহণ-ধর্মঘটে-জনদুর্ভোগ-eyenews-2209131111.jpg)
ধর্মঘট কর্মসূচি প্রত্যাহারের জন্য প্রশাসন অনুরোধ জানালেও তা প্রত্যাখ্যান করেন শ্রমিক নেতারা
পূর্ব ঘোষিত ৫ দাফিতে পরিবহণ শ্রমিক নেতাদের ডাকা পরিবহন ধর্মঘট শুরু হওয়ায় সিলেট সৃষ্টি হয়েছে জনদুর্ভোগ। যদিও ধর্মঘট কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিলো প্রশাসন। সে অনুরোধকে প্রত্যাখান করে আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালন শুরু করেছে সিলেটের পরিবহন শ্রমিকরা।
সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেছে। এ সময় তারা রাস্তায় বের হওয়া পরিবহন চলাচলে বাধা সৃষ্টি করতে দেখা যায়। তবে নগরীতে ব্যক্তিগত গাড়ি ও বিভিন্ন স্কুল কলেজের গাড়ি চলাচল করতে দেখা গেছে। ‘ট্রাফিক পুলিশের হয়রানি’ বন্ধসহ ৫ দফা দাবিতে সিলেটে এই অনির্দিষ্টকালের জন্য পরিবহন কর্মবিরতি পালন ঘোষণা দিয়েছেন তারা।
জানা গেছে, ভোর থেকেই কোনো দূরপাল্লার বাস সিলেট ছেড়ে যায়নি বা সিলেটে প্রবেশ করেনি। এমনকি অভ্যন্তরীণ রুটেও যাত্রী পরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও বিভিন্ন গন্তব্যে যাওয়া সাধারণ যাত্রীরা। এছাড়া রাইড শেয়ারিংয়ের বাহনগুলোকেও পরিবহন শ্রমিকরা আটকে দিচ্ছেন বিভিন্ন জায়গায়। সেই সুযোগে রাইড শেয়ারিংয়ের বাহনগুলো পকেট কাটতে ব্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ যাত্রীদের।
বেসরকারি ব্যাংকের কর্মকর্তা সেলিম আল হাদী বলেন, সকালে আমাদের কর্মস্থলে যেতে হয়। যেহেতু শ্রমিকরা ধর্মঘট ডেকেছেন, সেহেতু বিকল্প পদ্ধতিতে আমাদের গন্তব্যে যেতে হচ্ছে। এতে সুযোগ বুঝে যাত্রীদের পকেট কেটে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে।
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন বলেন, আমাদের পাঁচ দফা দাবি না মানলে আমরা আরও কঠোর অবস্থানে যাব। আজ শুধু সিলেট জেলায় ধর্মঘট পালন হচ্ছে। দাবি মানা না হলে বুধবার বিভাগজুড়ে এই আন্দোলন ছড়িয়ে পড়বে।
এর আগে গতকাল সোমবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে এগারোটায় সিলেট গনমাধ্যমের সাথে আলাপকালে নিজেদের অবস্থানে অটল থাকার কথা জানান সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম।
তিনি জানান, প্রশাসনের পক্ষ থেকে সোমবার রাতে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, প্রায় পনেরো দিন আগে তারা প্রশাসনকে চিঠি দিয়ে তাদের দাবীর ব্যাপারে অবগত করেছেন, কিন্তু তাদের সাথে যোগাযোগ করা হয়েছে কর্মসূচির আগের দিন। তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে কর্মসুচি স্থগিতের অনুরোধ করে বলা হয়েছে বুধবার আলোচনায় বসার জন্য। তাই তারা জানিয়েছেন কর্মসুচি চলবে। আলোচনায় বসতে হলে ওইদিন বসে সিদ্ধান্ত হলে তারা প্রয়োজনে তাৎক্ষণিক কর্মসুচি স্থগিত করবেন।
জেলা পরিষদ নির্বাচনে সিলেটে আ.লীগের মনোনয়ন পেলেন নাসির খান
একদিন বাদেই এসএসসি পরীক্ষা!
সামনে এসএসসি পরিক্ষা রয়েছে, কর্মবিরতির কারণে পরিক্ষার্থীরা বিরম্বনার শিকার হবেন জানিয়ে তবুও কী কর্মসুচি স্থগিত করা যায় না? সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলামকে এমন প্রশ্ন করা হলে তিনি এ জানান, পরিক্ষা ১৫ তারিখ থেকে এর ভেতরে কোন সমাধাান না আসলে তারা তাদের শ্রমিকদের বলে দিবেন যাতে পরিক্ষার্থীদের যাতায়াতে কোন সমস্যা না হয় সে ব্যবস্থা করতে।
এর আগে, রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের ৬টি রেজিস্ট্রার্ড সংগঠনের সমন্বয়ে গঠিত সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের সভায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেয়া হয়।
মৌলভীবাজারের তিন শাখায় যুবলীগের সিভি জমা দিলেন যারা
পরিবহন শ্রমিকদের ৫ দফা দাবি হচ্ছে-
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার ও উপ-কমিশনারের (ট্রাফিক) অপসারণ, ট্রাফিক পুলিশের হয়রানি ও রেকার বাণিজ্যসহ মাত্রাতিরিক্ত জরিমানা বন্ধ করা, সিলেটে শ্রম আদালতের প্রতিনিধি শ্রমিক লীগের নাম ব্যবহার করে প্রভাব বিস্তারকারী নাজমুল আলম রোমেনকে প্রত্যাহার করা, উচ্চ আদালতের নির্দেশনার আলোকে পাথর কোয়ারি খুলে দেওয়া, ভাঙাচুরা রাস্তাগুলোর দ্রুত সংস্কার এবং নতুন সিএনজিচালিত অটোরিকশা বিক্রি বন্ধ ও বিক্রয়কৃত গাড়ির রেজিস্ট্রেশন দেওয়া।
এছাড়াও অনুমোদনহীন গাড়ি যেমন- অটোবাইক, ব্যাটারিচালিত রিকশা ও ডাম্পিংকৃত গাড়ি চলাচল বন্ধ রাখার দাবি জানিয়েছে পরিবহন শ্রমিকরা।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’