নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:৪১, ১৮ সেপ্টেম্বর ২০২২
তরুণ জয়ন্তের মৃত্যুতে শোকে স্তব্ধ সুনামগঞ্জ
![জয়ন্ত কুমার সরকার জয়ন্ত কুমার সরকার](https://www.eyenews.news/media/imgAll/2021April/জয়ন্ত-কুমার-সরকারের-মৃত্যু-eyenews-2209181641.jpg)
জয়ন্ত কুমার সরকার
তরুণ উপস্থাপক, সাংবাদিক ও একাধারে সাংস্কৃতিক ব্যক্তিত্ব জয়ন্ত কুমার সরকার। রোববার (১৮ সেপ্টেম্বর) আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন তিনি। দিরাই তথা সুনামগঞ্জ-সিলেটের সংস্কৃতি অঙ্গণের বহুজনকে স্তব্ধ করে চলে গেছেন না ফেরার দেশে। তরুণ এই শিল্পী ও সাংবাদিকের মৃত্যুতে অনেকটাই যেন কাতর হয়ে পড়েছে গোটা সুনামগঞ্জ।
তরুণ জয়ন্তের মৃত্যুর বেদনা ছুঁয়েছে সিলেট এবং মৌলভীবাজারের সঙ্গীতাঙ্গণেও।
সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক উজ্জ্বল সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন-
১২ সেপ্টেম্বর রাত। বাউলসম্রাট শাহ আবদুল করিমের প্রয়াণ দিবসের একটি ভার্চ্যুয়াল আয়োজন। লাইভ চলাকালে যুক্ত হওয়ার কথা সুনামগঞ্জের খবর-এর দিরাই প্রতিনিধি জয়ন্ত কুমার সরকারের। এই সংযুক্তির কিছু আগে প্রোগ্রাম সমন্বয়ক Asad Mone জানাল, বরাম হাওরে আফাল বইছে! উজানধল যাওয়া অসম্ভব। এই অসম্ভবের মধ্যে জয়ন্ত সংযুক্ত! আশ্চর্য সবাই। তারচয়ে চমকিত, তার প্রাণবন্ত উপস্থাপন দক্ষতায়।
প্রোগ্রাম শেষে ফোন, ওপাশ থেকে জয়ন্ত বলল, 'ভাই আমি গর্বিত! একটি সুন্দর প্রোগ্রামের গুরুত্বপূর্ণ অংশের সাক্ষী হলাম! মাঝে মাঝে এভাবে সাক্ষী রাখবেন! ' আজ দুপুরের ঠিক আগে সুনামগঞ্জের খবর সম্পাদক Ponkoj Dey শোক-কাতরতায় জানালেন, হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে জয়ন্ত!
আমি একদম থ! যারপরনাই বিচলিত! মনে একধরণের কম্পন অনুভূতি নিয়ে সেই প্রোগ্রামের ফুটেজ দেখি। সত্যি জয়ন্ত সাক্ষী! একটি আকর্ষণীয় পর্বের সঞ্চালককে বড় অকালে-অকস্মাৎ হারালাম আমরা! সেই ছিল জয়ন্তর জীবনের সর্বশেষ সংযোগ! আমাদের থাকল শুধু বিষাদ-বিয়োগ।
এদিকে তার মৃত্যুতে জয়ন্ত কুমার সরকারের আরেক ঘণিষ্টজন শাহ আবদুল করিমের ছেলে শাহ নূর জালাল লিখেছেন- 'প্রিয় জয়ন্ত তোমার এই অকাল মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছি না। গত ১২ই সেপ্টেম্বর আমার বাবার মৃত্যু বার্ষিকীতেও কত সুন্দর ভাবে উপস্থাপনা করে অনুষ্ঠান পরিচালনা করেছিলে আর আজ তুমি পর পারে। প্রিয় জয়ন্ত 'র মৃত্যুতে শাহ আবদুল করিম পরিবার ও শাহ আবদুল করিম পরিষদ গভীর শোকাহত এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি রইলো গভীর সমবেদনা। তাঁর আত্মার শান্তি কামনা করি।'
সিলেটের খ্যাতিমান সাহিত্যিক ও গবেষক সুমনকুমার দাশ লিখেছেন-
'জয়ন্ত কুমার সরকার এই বয়সে এভাবে চলে যাবে, এটা কল্পনায়ও ভাবতে পারিনি। মেনে নিতে বড্ড কষ্ট হচ্ছে। প্রাণচাঞ্চল্যে ভরপুর এক সমুদ্রসম হৃদয়ের মানুষ ছিল। ধামাইলগান আর লোকায়ত ঐতিহ্যপ্রেমী মানুষ তার মতো কমই দেখেছি। সাধক শাহ আবদুল করিম, প্রতাপ রঞ্জন তালুকদার ও রামকানাই দাশদের প্রতি তীব্র ভালোবাসা ছিল তার। ধামাইলগানের কিংবদন্তিতুল্য গীতিকার প্রতাপ রঞ্জন তালুকদারকে নিয়ে একটি বই প্রকাশের উদ্যোগও সম্প্রতি সে নিয়েছিল। এ কাজে পরামর্শ চেয়ে একাধিকবার আমার অফিসেও এসেছিল। অথচ সে কাজ অসমাপ্ত রেখেই জয়ন্ত বিদায় নিলো। একজন দক্ষ সাংস্কৃতিক সংগঠক ও মানবিক মানুষকে আমরা হারালাম। আমি হারালাম অত্যন্ত স্নেহভাজন ও ঘনিষ্ঠ একজন মানুষকে।'
এক নজরে জয়ন্ত কুমার সরকার
জয়ন্ত কুমার সরকার দিরাই-সুনামগঞ্জ এলাকার একজন সাংস্কৃতিক অঙ্গণের পরিচিত মুখ। একাধারে বাংলাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ গণমাধ্যমেও সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। করোনাকালীন সময়ে সিলেট বিভাগের প্রান্তিক পর্যায়ের লোকশিল্পীদের নিয়ে তিনি কুটুম পাখি নামক একটি ফেসবুক পেজে লোকগানের লাইভ শুরু করেন। পরে যা ব্যাপক জনপ্রিয়তা পায়।
এছাড়াও ভাটি বাংলার ধামাইল গান নিয়েও তিনি সম্প্রতি কাজ শুরু করেছিলেন। যদিও কাজ শুরুর সূচনাতেই অকালে ঝরলেন এই মানুষটি।
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’